Durga Puja: প্রথমার আগেই বিনামূল্যে দুর্গা পূজা দেখার বড় সুযোগ এবার
Durga Puja: গত কয়েক বছরে পুজোর আগে বাছাই করা কয়েকটা পুজোর প্যান্ডেল দেখতে হলে বা রিভিউ পাস পেতে গেলে টাকা খরচ করতে হয়েছে।

কলকাতা: বাংলার দুর্গাপুজো এখন হেরিটেজ। আর ‘ইউনেসকো’র সহযোগিতায় এবারও উদ্বোধন বা বোধনের অনেক আগেই দেখা যাবে ঠাকুর। চতুর্থ বারের জন্য পুজোর আগেই পুজো দেখার সেই সুযোগ নিয়ে বিশ্বের দরবারে হাজির হয়েছে ‘মাস আর্ট’ সংস্থাটি। সেরা শিল্পীদের সেরা সৃষ্টি দেখার সুযোগ থাকছে এবারের দুর্গাপুজোতেও।
বাংলার শ্রেষ্ঠ শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে ও বেশি সংখ্যক বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতেই এই উদ্যোগ। বিশেষ করে যাঁরা শিল্পের মর্যাদা বোঝেন, তাঁদেরকে আরও ভাল করে দুর্গাপুজো শিল্পকে বোঝাতেই পূজার আগে পুজো দেখার এই ব্যবস্থা চালু করে মাস আর্ট।
গত কয়েক বছরে পুজোর আগে বাছাই করা কয়েকটা পুজোর প্যান্ডেল দেখতে হলে বা রিভিউ পাস পেতে গেলে টাকা খরচ করতে হয়েছে। তবে এ বছর প্রয়োজন নেই কোনও টাকার। একেবারে বিনামূল্যে পুজোর আগেই পুজো দেখা যাবে। সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে নির্দিষ্ট কিছু নথি দিয়ে। নথি ও আবেদন যাচাই করে এই সংস্থাই পাস দেবে।
তবে এ ক্ষেত্রে যে কেউ চাইলেই পাস পাবেন না, নির্দিষ্ট চাহিদা পূরণ করতে হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। মাস আর্টের তরফে সোমবার একটি সাংবাদিক বৈঠক করে জানানো হয়, এ বছর ১৮ থেকে ২২ অক্টোবর কলকাতায় হবে পুজো প্রিভিউ। এবছর বিশেষভাবে সক্ষম ও অটিজম আক্রান্তদের জন্যও পুজো দেখার আলাদা বন্দোবস্ত করা হচ্ছে। প্রত্যেকবার পুজোর প্রথমার আগে কলকাতার দুর্গাপুজোর শিল্প দেখার এই বিশেষ বন্দোবস্ত করা হয়।
