কলকাতা: পুরনিগমের ভোটের আগে তৃণমূল যে ইস্তেহার প্রকাশ করেছিল, তাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল শহরের নিকাশি ব্যবস্থাকে। বর্ষার কলকাতায় জলযন্ত্রণা (WaterLogging) লাঘব করতে কলকাতা পুরসভার (KMC) উচ্চ পর্যায়ের বৈঠক হল সোমবার। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নিকাশি নালার থেকে পলি তোলার ক্ষেত্রে আরও বেশি জোর দেবে কলকাতা পুরসভা। একইসঙ্গে খাল সংস্কারে সেচ দফতর যাতে আরও দ্রুততার সঙ্গে কাজ করে সে বিষয়েও নজরদারি করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। মেয়র ফিরহাদ হাকিমের (Mayor Firhad Hakim) দাবি, গতবছর একবার জুন মাসে এবং পরবর্তী সময়ে নভেম্বর মাসে দু’দফায় সেচ দফতরকে খাল সংস্কারের কথা বলা হয়। কিন্তু এখন পর্যন্ত শহরের একটি মাত্র খালে কাজ শুরু করতে পেরেছে সেচ দফতর। বেশ কয়েকটি খাল সংস্কারের কাজ সরকারি প্রক্রিয়ার মধ্যে আটকে রয়েছে।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দাবি, বাম আমল থেকেই একাধিক এলাকায় জবরদখল হওয়ার জেরে খাল থেকে পলি তোলার কাজ করতে পারছে না সেচ দফতর। ফলে গোটা প্রক্রিয়াটি দীর্ঘতর হয়ে চলেছে। যদিও এদিন নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং জানিয়েছেন, আগামী বর্ষায় বেহালা যাদবপুরের মানুষকে আর পাঁচ থেকে ছয় দিন জল জমার জেরে যন্ত্রণা ভোগ করতে হবে না। তারক সিংয়ের দাবি, লকগেট সংলগ্ন এলাকায় লিফটিং স্টেশন তৈরি করছে পুরসভা। ইতিমধ্যে ছ’টি তৈরি হয়ে গিয়েছে। বাকিগুলির জন্য অর্থ বরাদ্দ করেছেন মেয়র। সেগুলিও দ্রুত তৈরি হয়ে যাবে।
মেয়র ফিরহাদ হাকিম জানান, খাল সংস্কারে সেচদফতরকে সাহায্য করতে প্রস্তুত কলকাতা পুরসভা। জবর দখলকারী এখনও বসে চলেছে। তার বেশ কিছু ছবি সেচ দফতরের হাতে তুলেও দেওয়া হয়েছে। বলা হয়েছে, যা ব্যবস্থা নেওয়ার তারা নিক। জবর দখলকারী সরানো পুরসভার কাজ নয়। এটা পুলিশের কাজ। তিনি জানান, যে কোনও দফতরের সঙ্গে পুরসভা কথা বলতে প্রস্তুত। তবে দ্রুততার সঙ্গে যা করার করতে হবে।
শুধু তাই নয়, শহরের জলছবিকে তথ্য নির্ভর করে তুলতে ইন্টিগ্রেটেড সিস্টেম তৈরি করছে পুরসভা। রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের সঙ্গে এই কাজ হবে। এরফলে কোথায় জল জমে রয়েছে, কত দ্রুত জল নেমে যাচ্ছে, কতটা পরিমাণ জল জমে রয়েছে, কোথায় পাম্প খারাপ হয়েছে, কোথায় পাম্প কতটা জল নিষ্কাশন করতে পারছে তার সমস্ত তথ্য কলকাতার কন্ট্রোল রুমে বসে দেখতে পাবেন এবার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং। সোমবার এ বিষয়েও জানান মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: Intern Scheme: বড় ঘোষণা মমতার! বছরে ৬ হাজার ইন্টার্ন নিচ্ছে রাজ্য, মাসে ৫ হাজার টাকা স্টাইপেন্ড
আরও পড়ুন: Job News: জুনিয়র, সিনিয়র কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, মন্ত্রিসভায় অনুমোদন! নবান্ন থেকে ঘোষণা মমতার