কলকাতা: কলকাতার গঙ্গা সংলগ্ন এলাকাগুলিতে ভাঙন দেখা গিয়েছে। যা নিয়ে চিন্তিত মেয়র ফিরহাদ হাকিম। আগেই তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে শ্যামাপ্রসাদ মুখার্জী ট্রাস্ট বা কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন। সেই মতো বুধবার বৈঠকে বসেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন ববি হাকিম।
সাংবাদিক বৈঠকে কী জানালেন মেয়র?
ববি হাকিম বলেন, “কলকাতার কয়েক জায়গায় গঙ্গা ভাঙন হচ্ছে। নিমতলা ঘাটে চাঁই ভেঙে পড়েছে। মায়ের ঘাটের দিকে মাটি সরে যাচ্ছে। ঘাটগুলো ঝুলছে। এর জন্য পোর্ট ট্রাস্টের সঙ্গে আজ বৈঠক ছিল। ওরা রাজি হয়েছে। দ্রুত এই ঘাটগুলোর কাজ শুরু হবে। তার সঙ্গে হাওড়া ব্রিজ থেকে বাবুঘাটের দিকের সকল ঘাটগুলিতে সোল প্রটেকশনের মাধ্যমে রক্ষণাবেক্ষণের কাজ করে দেবে। সেক্ষেত্রে পোর্ট ট্রাস্ট আইআইটি খড়গপুরের কাছে টেন্ডার দিয়েছে। তাঁরা কাজ করবেন।”
উল্লেখ্য, পুজোর ঠিক পরপরই গঙ্গার ভাঙনে তলিয়ে যায় নিমতলা ঘাটের একাংশ। প্রকাশ্যে আসে সেই ভিডিয়োও। গঙ্গার গ্রাসে তলিয়ে যেতে পারে নিমতলা-বাগবাজার সহ একাধিক এলাকা। তৈরি হয় তেম আতঙ্ক। শুধু তাই নয়, এমনকী নিমতলা ঘাটে রবিঠাকুরের সমাধিক্ষেত্র ঘিরে বাড়ছে উদ্বেগ। সেটিও কার্যত বিপদসীমার মধ্যে। সেই সময়ই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, হাওড়ার দিকের গঙ্গায় ব্যাপক পলি জমায় বদল হয়েছে স্রোতের গতিপথ। তাঁর দাবি ছিল, গঙ্গার স্রোত এসে বারবার ধাক্কা দিচ্ছে কলকাতার দিকের পাড়গুলিতে। আর এর জেরে পাড় ভাঙয় বাড়ছে বিপদ। এরপরই মেয়র জানিয়েছিলেন বন্দর কর্তৃপক্ষর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেই মতোই বৈঠক করেছেন গতকাল।