কলকাতা: বিমানে ওঠার আগে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা যাত্রী। কলকাতা বিমানবন্দরে গেটের সামনে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা যাত্রী। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাটনাগামী ইন্ডিগোর ৬ই ৬৯১৭ বিমানে ওঠার কথা ছিল তাঁর। সিকিউরিটি চেকিংয়ের সময় হঠাৎই গেটের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিমানবন্দর সূত্রে খবর, ওই মহিলার নাম নীলম দেবী। ৪৫ বছর বয়স তাঁর। পাটনা যাওয়ার জন্য বিমান ধরতে এসেছিলেন তিনি। হঠাৎই অসুস্থ হয়ে পড়ে যান। বমি করে ফেলেন, মাথা ঘুরতে থাকে তাঁর। কার্যত পড়ে যান গেটের কাছে।
সঙ্গে সঙ্গে সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে বসানোর ব্যবস্থা করেন। বিমানবন্দরে থাকা মেডিক্যাল টিম প্রাথমিক চিকিৎসা করে। তবে গুরুত্ব বুঝে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে থাকা একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ভর্তি করানো হয় তাঁকে।
কিছুদিন আগেই এক যাত্রী এতটাই অসুস্থ হয়ে পড়েন যে বিমানের সিটে বসেই পায়খানা করে ফেলেন। পরে বিমান সেবিকা তাঁর পালস রেট পরীক্ষা করে দেখেন, তা নীচের দিকে। এরপর কেবিন ক্রু, পাইলটকে জানানো হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে সেই বিমানের জরুরি অবতরণ করানো হয়।