কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সম্প্রতি নবান্নের এক বৈঠকে প্রস্তাব দিয়েছিলেন ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডাক্তারিতেও ডিপ্লোমা কোর্স (Diploma in Medical) চালু করা যায় কি না, সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য। মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাবের পর স্বাস্থ্যভবনের (Swastha Bhawan) তরফে একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছিল। সব দিক খতিয়ে দেখে এক মাসের মধ্যে ওই বিশেষজ্ঞ কমিটির একটি রিপোর্ট জমা দেওয়ার কথা। আর এরই মধ্যে সোমবার স্বাস্থ্যভবনে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ওই বিশেষজ্ঞ কমিটির সদস্যদের সঙ্গে একটি বৈঠকে বসেছিলেন। কী কী বিষয় নিয়ে আলোচনা হল বিশেষজ্ঞ কমিটির প্রথম বৈঠকে। ডিপ্লোমা ডাক্তার নয়, চিকিৎসা ব্যবস্থার সহায়ক তৈরি করা যেতে পারে। তবে কোনও ভাবেই সেই সকল সহায়ক ক্যাডারে রূপান্তরিত না হয় তাও দেখতে হবে। কোনওভাবেই সহায়ক যাতে নিজেকে চিকিৎসক না ভাবতে শুরু করেন তা নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞ কমিটির প্রথম বৈঠকে এমনই মতামত উঠে এসেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
সোমবার বিকেলের ওই বৈঠকের বিষয়ে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, ‘চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে যে কমিটি গঠিত হয়েছে, সেই কমিটির সঙ্গে আজ বিশদে আলোচনা হয়েছে। আলোচনায় অনেক বিষয় উঠে এসেছে। তাঁদের বলা হয়েছে, প্রস্তাবগুলি লিখিত আকারে জমা দেওয়ার জন্য এবং পরবর্তী বৈঠকে সেগুলি নিয়ে আলোচনা হবে।‘
কিন্তু তিন বছরের কোর্সের বিষয়ে সকলে একমত হয়েছেন কি না, সেই বিষয়ে এখনই কিছু বলতে চান না স্বাস্থ্যসচিব। তাঁর বক্তব্য, তিনি ওই কমিটির সদস্য নন। কমিটির সদস্যরা বিষয়টি বিবেচনা করে দেখছেন। পাশাপাশি বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, চিকিৎসক মাখনলাল সাহা, তৃণমূল সাংসদ চিকিৎসক শান্তনু সেন… কেউই এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। সকলেই জানাচ্ছেন, বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। তবে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা জানাচ্ছেন, বৈঠক ফলপ্রসু হয়েছে। চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় বলছেন, ‘তিন বছরের কোর্স নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধার্থ হয়নি। তবে গ্র্যাজুয়েট ডাক্তার বেশি করা দরকার।’