Heatwave Warning: ‘লু’ এর হাত ধরে পারদ কাঁটা ৪০ ডিগ্রিতে, ‘ফিল লাইক টেম্পারেচারেই’ বড় বিপদ, বলছে হাওয়া অফিস

Kaamalesh Chowdhury | Edited By: জয়দীপ দাস

Mar 29, 2025 | 10:38 AM

Heatwave Warning: উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। দমদমের পাশাপাশি পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আগামী কয়েকদিনই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে মনে করা হচ্ছে।

Heatwave Warning: ‘লু’ এর হাত ধরে পারদ কাঁটা ৪০ ডিগ্রিতে, ‘ফিল লাইক টেম্পারেচারেই’ বড় বিপদ, বলছে হাওয়া অফিস
কী বলছে আবহাওয়া দফতর?
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: শুকনো হাওয়ার হলকা, ‘লু’ বইছে দক্ষিণবঙ্গে। এদিন ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের। উষ্ণতার চাদর মুড়ি দিয়েই কাটবে ঈদও। হট-ডে পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা খাকছে। সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনাতেও। শুক্রবার পানাগড়ের তাপমাত্রা পৌঁছায় ৪১.৪ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর শহরতলির দমদমের পারদও ৪০ ডিগ্রির ঘরে। এখনই বৃষ্টির আশা নেই, গরম কমার সম্ভাবনাও নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 

উইকেন্ডে কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। দমদমের পাশাপাশি পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আগামী কয়েকদিনই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে মনে করা হচ্ছে। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। 

শনিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ২৭ থেকে ৯২ শতাংশের মধ্যে। শুধু পারার ঊর্ধ্বমুখী গ্রাফই নয়, গরমের অনুভূতিও বাড়বে় বলে মনে করছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ ফিল লাইক টেম্পারেচার বাড়বে। স্বাভাবিকের বেশ কিছুটা উপরেই থাকূে পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা একই রকম থাকছে। তবে শনিবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উপরের তিন থেকে চার জেলায় বৃষ্টি হতে বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। 

Next Article