কলকাতা: বিগত কয়েকদিন ধরে রোজ সন্ধ্যাতেই প্রায় কালবৈশাখীর (Kalboishakhi) দাপট চলছে গোটা বাংলায়। বৃষ্টিতে ভিজছে দুই বঙ্গও। এদিব সন্ধ্যাতেও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একই ছবি। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বাঁকুড়ায় (Bankura) শুরু হল প্রবল ঝড়-বৃষ্টি (Rain)। বৃহস্পতিবার বিকাল পাঁচটার পর কালো মেঘে ঢেকে যায় আকাশ। কিছুক্ষণ ধরে ব্যাপক ঝড় চলার পর শুরু হয় বৃষ্টি। সিমলাপাল-সহ জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হয়। ঝড়-বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তিতে স্বস্তি জেলার মানুষের।
এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে এদিন সন্ধ্যার পর দক্ষিণ বঙ্গ এবং উত্তরবঙ্গের কমবেশি বহু জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাপট বেশি থাকবে পুরুলিয়ার,ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে। শুক্রবারও দেখা যাবে একই ছবি। তবে ২৭ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে উত্তরবঙ্গের মানুষকে আরও একদিন বেশি অপেক্ষা করতে হবে।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে ২৮ তারিখ থেকে ঝড়-বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। তবে তিন দিন পর থেকে তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে দুই বঙ্গেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং,জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই শিলাবৃষ্টিরও সম্ভবনা রয়েছে। রবিবারের পর থেকে কলকাতার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও।