Weather Update: বড়দিনের পর বর্ষবরণেও ঝরবে ঘাম? কী বলছে হাওয়া অফিস?

Souvik Sarkar | Edited By: জয়দীপ দাস

Dec 28, 2023 | 8:50 PM

Weather Update: আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। ভিজতে পারে কালিম্পং, দার্জিলিং। উঁচু জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে।

Weather Update: বড়দিনের পর বর্ষবরণেও ঝরবে ঘাম? কী বলছে হাওয়া অফিস?
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বড়দিনে ঝরেছে ঘাম। নববর্ষের উদযাপনেও ছবিটা বিশেষ বদলাবে না বলেই মনে করছে হাওয়া অফিসের কর্তারা। ক্রিসমাসের মতো ফার্স্ট জানুয়ারিও ঠান্ডার দাপট খুব একটা দেখা যাবে না বাংলায়। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Weather Department)। হাওয়া অফিস পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, আগামী ৫ দিন বঙ্গে হাওয়ার গতিপ্রকৃতি খুব একটা বদলাবে। শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাই। নেই বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা বর্তমানে যা আছে আগামী কয়েকদিনও তাই থাকবে। 

তবে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। ভিজতে পারে কালিম্পং, দার্জিলিং। উঁচু জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে। হাওয়া অফিস বলছে, বর্তমানে বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সে কারণেই পুবালী হাওয়ার দাপট এপার বাংলাতে ক্রমেই বেড়ে চলেছে। কমে যাচ্ছে উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব। কার কারণেই বর্ষশেষে জাঁকিয়ে শীতের আশায় জল। 

হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। ঠান্ডা ঠান্ডা ভাবও বজায় থাকবে। তবে বেলা বাড়লে পরিষ্কার আকাশের দেখা মিললেও শীত কার্যত উধাও হয়ে য়াবে। সর্বনিম্ন তাপমাত্রাও ঘোরাফেরা করবে স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি উপরে। দক্ষিণবঙ্গের পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে উত্তরের আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। তবে পরিস্থিতি বদলাতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। পারা নামতে পারে কলকাতায়। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্র ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। 

Next Article