সোমবার থেকে বাড়ছে মেট্রো সংখ্যা, সকাল ৮ টার জায়গায় প্রথম মেট্রো সাড়ে ৭ টায়

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Jul 24, 2021 | 7:50 PM

Kolkata Metro: ২২০টি ট্রেনের মধ্যে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে চলবে মোট ১৫০টি ট্রেন। বাকি ৭০টি চলবে দমদম ও কবি সুভাষের মধ্যে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে সকালে প্রথম মেট্রো ৮ টার জায়গায় সাড়ে ৭টায় চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

সোমবার থেকে বাড়ছে মেট্রো সংখ্যা, সকাল ৮ টার জায়গায় প্রথম মেট্রো সাড়ে ৭ টায়
খুব শীঘ্র শুরু হচ্ছে বিমানবন্দর-বারাকপুর মেট্রো প্রকল্পের কাজ প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: সোমবার থেকে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা। এখন আপ ও ডাউন মিলিয়ে মোট ২০৮টি ট্রেন চলছে শহর ককাতায়। শনিবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে এই মেট্রোর সংখ্যা বেড়ে হবে ২২০টি। অর্থাৎ, আপ ও ডাউন লাইনে যথাক্রমে ১১০টি করে ট্রেন চলবে।

মেট্রো সূত্রে খবর, ২২০টি ট্রেনের মধ্যে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে চলবে মোট ১৫০টি ট্রেন। বাকি ৭০টি চলবে দমদম ও কবি সুভাষের মধ্যে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে সকালে প্রথম মেট্রো ৮ টার জায়গায় সাড়ে ৭টায় চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

একই রকম ভাবে দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষের দিকে প্রথম মেট্রো সকাল ৮টার জায়গায় সাড়ে ৭টায় চলবে। যদিও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না। পূর্ব নির্ধারিত শেষ মেট্রো চলবে রাত ৮ টার সময়। কলকাতা মেট্রো আধিকারিকরা জানিয়েছেন, আগামী সোমবার থেকে সকাল আটটার পরিবর্তে সকাল সাড়ে সাতটা থেকে মেট্রো শুরু হবে।

পাশাপাশি, শনিবার শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই মেট্রোতে উঠতে পারবেন। রবিবার মেট্রো চলবে না। ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় কোনও বদল হচ্ছে না। এখনও টোকেন নয়, শুধু মাত্র স্মার্ট কার্ড দেখিয়েই ওঠা যাবে মেট্রোতে।

উল্লেখ্য, কলকাতা মেট্রোয় ইতিমধ্যেই বাড়ানো হয়েছে স্মার্ট কার্ডের সংখ্যা। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে বিভিন্ন স্টেশনে প্রায় লক্ষাধিক স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হয়েছে লকডাউন পরবর্তী পরিস্থিতিতে।

মেট্রো পরিষেবা শুরু হওয়ার পর কেবলমাত্র স্মার্ট কার্ডের উপর নির্ভর করেই পরিষেবা চলছে। অন্যদিকে গণ পরিবহন এর অন্যতম মাধ্যম বাস নিয়ে বিতর্ক অব্যাহত। সে কারণে প্রায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কলকাতা মেট্রো রেলে যাত্রীর সংখ্যা। সে দিকে খেয়াল রেখে বাড়ছে মেট্রোর সংখ্যা। আরও পড়ুন: পড়ুয়াদের লাগাতার বিক্ষোভের জের, সংসদ সভাপতি মহুয়া দাসকে তলব নবান্নে 

Next Article