Kolkata Metro: সাতসকালেই মেট্রো বিভ্রাট, শোভাবাজারে নামিয়ে দেওয়া হল যাত্রীদের

Kolkata Metro: মেট্রো সূত্রে খবর, সূত্রে খবর, ৭টা ৫ নাগাদ দমদম থেকে যে মেট্রোটি ছেড়েছিল। কিন্তু তা শোভাবাজার পর্যন্ত গিয়ে থেমে যায়। মেট্রোর মধ্যে এবং স্টেশনে ঘোষণা করে দেওয়া হয়, আপাতত পরিষেবা বন্ধ করা হচ্ছে।

Kolkata Metro: সাতসকালেই মেট্রো বিভ্রাট, শোভাবাজারে নামিয়ে দেওয়া হল যাত্রীদের
কী বলছেন মেট্রো কর্তারা? Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2024 | 9:32 AM

কলকাতা: সাতসকালেই বিপত্তি। ফের শহরের বুকে মেট্রো বিভ্রাট। দমদম থেকে কবি সুভাষমুখী মেট্রোর ডাউনলাইনে বিভ্রাট। শোভাবাজার মেট্রো স্টেশনে নামিয়ে দেওয়া হল যাত্রীদের। প্রায় ৪০ মিনিট থমকে থাকল মেট্রো। সকালের ব্যস্ত সময় চরম দুর্ভোগে পড়লেন যাত্রীরা। 

মেট্রো সূত্রে খবর, সূত্রে খবর, ৭টা ৫ নাগাদ দমদম থেকে যে মেট্রোটি ছেড়েছিল। কিন্তু তা শোভাবাজার পর্যন্ত গিয়ে থেমে যায়। মেট্রোর মধ্যে এবং স্টেশনে ঘোষণা করে দেওয়া হয়, আপাতত পরিষেবা বন্ধ করা হচ্ছে। যাত্রীদের ট্রেন থেকে নেমে যেতে বলা হয়। কিন্তু, কেন মেট্রো আচমকা থেমে গেল ততক্ষণে তা নিয়ে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে যাত্রীদের মধ্যে। 

যদিও আপ লাইনে পরিষেবা স্বাভাবিক ছিল বলে দাবি করা হচ্ছে মেট্রোর তরফ। মেট্রোর কর্তারা জানিয়েছেন, ডাউন লাইনে বিদ্যুতের বিভ্রাটের কারণেই এই সমস্যা। এদিকে সমস্যার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসেন মেট্রোর ইঞ্জিনয়ররা। শেষ পর্যন্ত কাজ শেষে ৭.৪৩ নাগাদ ফের স্বাভাবিক হয় পরিষেবা।