কলকাতা: চলতি সপ্তাহের শনিবার ও রবিবার মেট্রো পরিষেবায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ১১ জুন পর্যন্ত প্রতি শনিবার ও রবিবার এই পরিষেবা সংক্রান্ত পরিবর্তন বহাল থাকবে। মূলত কবি সুভাষ (Kavi Subhas) থেকে মহানায়ক উত্তম কুমারের (Mahanayak Uttam Kumar) মধ্যে ট্র্যাক মেইটেন্যান্স কাজের (Track Maintenance Work) জন্য মেট্রোর সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। ৬ মে, ৭ মে, ১৩ মে, ১৪ মে, ২০ মে, ২১ মে, ২৭ মে, ২৮ মে, ৩ জুন, ৪ জুন ও ১১ জুন এই পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “শনিবার ও রবিবার কবি সুভাষ থেকে টালিগঞ্জের মাঝে ট্র্যাক মেইটেন্যান্সের কাজ হবে। তার জন্য সময়সূচিতে কিছু পরিবর্তন এনেছি। এই পরিবর্তন ৬ মে থেকে ১১ জুন পর্যন্ত শুধুমাত্র শনিবার ও রবিবারের সময়সূচিতেই এনেছি। সোম থেকে শুক্রবার কোনও পরিবর্তন থাকবে না।”
৬ মে, ১৩ মে, ২০ মে, ২৭ মে এবং ৩ জুন প্রতি শনিবার কবি সুভাষ থেকে সকাল ৬টা ৫০-এ যে মেট্রো পরিষেবা চালু হতো, তা এ ক’দিন সকাল ১০টায় চালু হবে। তবে দক্ষিণেশ্বর এবং দমদমে এই পরিষেবা যে সময়ে সকালে চালু হয় তা অপরিবর্তিত থাকছে। দক্ষিণেশ্বর থেকে বা দমদম থেকে যে ট্রেনগুলি কবি সুভাষের উদ্দেশে ছাড়ে সেগুলি প্রতি শনিবার টালিগঞ্জ পর্যন্ত যাবে। ফলে এই ক’দিন শনিবার সকাল ৬টা ৫০ থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষের মধ্যে পরিষেবা মিলবে না। তবে ১০টা থেকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত স্বাভাবিক পরিষেবা পাবেন যাত্রীরা।
৭ মে, ১৪ মে, ২১ মে ও ৪ জুন প্রতি রবিবার দক্ষিণেশ্বর বা দমদম থেকে সকাল ৯টায় যে পরিষেবা দেওয়া হয় তা অপরিবর্তিত থাকছে। তবে কবি সুভাষ থেকে সকাল ৯টায় যে পরিষেবা তা সকাল ১০টায় চালু হবে। ২৮ মে ও ১১ জুন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ দু’দিক থেকেই রবিবার সকাল ৯টার পরিবর্তে সকাল ১০টায় পরিষেবা চালু হবে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের কথায়, “সোম থেকে শুক্রবার অপরিবর্তিত থাকবে পরিষেবা। যাত্রীদের আমরা আশ্বস্ত করতে পারি রেগুলার ট্র্যাক মেইনট্যানেন্স সংক্রান্ত কিছু কাজ হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় পিলার সংক্রান্ত যে গুজব ঘুরছে তা একেবারেই নয়। কোনও গুজবে কান দেবেন না। আপনারা সুরক্ষিত।” প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায়, মহানায়ক উত্তম কুমার এবং কবি সুভাষ মেট্রো স্টেশনের মাঝে কিছু পিলারের অবস্থা বিপজ্জনক। সে কারণে মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে। যদিও সে সময়ই কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছিল, পিলারগুলি সবদিক থেকে ভীষণভাবে নিরাপদ রয়েছে। উদ্বেগের কোনও কারণই নেই।