Mamata on BSF: ‘কোনও রিপোর্টই কি থাকে না?’ কালিয়াগঞ্জ ইস্যুতে পুলিশকে ভর্ৎসনা মমতার, একহাত নিলেন BSF-কে

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

May 04, 2023 | 7:36 PM

Mamata on BSF: মালদার প্রশাসনিক সভা থেকে বিএসএফকে নিশানা করে মমতা বলেন, “গুলিটা কে চালালো? আমি তো শুনেছি গ্রামটা বিএসএফ নিয়ন্ত্রণ করে। এটা কী সত্যি?” প্রশ্ন ছোড়েন পুলিশের দিকেও। জিজ্ঞেস করেন, “এ বিষয়ে পুলিশের কাছে কী কোনও তথ্য আছে?

Mamata on BSF: ‘কোনও রিপোর্টই কি থাকে না?’ কালিয়াগঞ্জ ইস্যুতে পুলিশকে ভর্ৎসনা মমতার, একহাত নিলেন BSF-কে
কালিয়াগঞ্জ ইস্যুতে পুলিশে ক্ষুব্ধ মমতা

Follow Us

মালদা: কোথা থেকে গুলি চলেছে কালিয়াগঞ্জে? কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুতে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ফের মমতার নিশানায় বিএসএফ। এদিন মালদার প্রশাসনিক সভা থেকে বিএসএফকে নিশানা করে মমতা বলেন, “গুলিটা কে চালালো? আমি তো শুনেছি গ্রামটা বিএসএফ নিয়ন্ত্রণ করে। এটা কি সত্যি?” প্রশ্ন ছোড়েন পুলিশের দিকেও। জিজ্ঞেস করেন, “এ বিষয়ে পুলিশের কাছে কী কোনও তথ্য আছে? ওরা তো এখন ৫০ কিলোমিটারের মধ্যে ঢুকে গিয়ে বর্ডারে বর্ডারে অত্যাচার করছে অনেক জায়গায়। অনেক খবর পেয়েছি। অনেকে এর মধ্যে মারাও গিয়েছে। এই গ্রামটা কী বিএসএফ সুভারভাইস করে? আমি জিজ্ঞেস করছি এই কারণে কারণ এ বিষয়ে তদন্ত হওয়া উচিত। গুলিটা কোথা থেকে চলল, কে চালল তা দেখা উচিত।”

এই প্রশ্ন মমতা যখন করছেন তখন পাশ থেকে এক প্রশাসনিক কর্তা বলে ওঠেন, গ্রামের পাশেই বর্ডার রয়েছে। এ কথা শুনে আরও রেগে যান মমতা। রীতিমতো ভৎর্সনার সুরে বলেন, “তারমানে তোমাদের কাছে যে তথ্য নেই আমার কাছে আছে। পুলিশের কাছে কি কোনও রিপোর্ট থাকে না?”

কেন দেরি হল ময়নাতদন্তের রিপোর্ট পেতে? 

এমনকী কালিয়াগঞ্জের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট পেতে কেন এত দেরি হল সেই প্রশ্নও করতে দেখা যায় মমতাকে। তাঁর সাফ প্রশ্ন, “কেন তাড়াতাড়ি করা গেল না? আমি ডিজি কে প্রশ্ন করছি। কেন জনগণের কাছে আগে থেকে ময়নাতদন্তের রিপোর্ট  প্রকাশ করা গেল না? এরপরই রীতিমতো পরামর্শ দেওয়ার ভঙ্গিতে ডিজিকে তিনি বলেন, “আইবি স্ট্রং করতে হবে। আপনারা তো তিনটি পড়শি রাজ্যের ডিজির সঙ্গে বৈঠক করতে পারেন রাজ্যের সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা নিয়ে।” 

তোপ দিলীপের

এদিকে বিএসএফকে মমতার নিশানা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “প্রকাশ্যে দিনেরবেলায় পুলিশ গিয়ে গুলি চালিয়েছে সবাই দেখেছে। তারপরেও বলেছেন গুলিটা কোথা থেকে এল? আসলে উত্তরবঙ্গে তৃণমূলের কোনও জায়গা নেই। তাঁদের এই অত্যাচার, মিথ্যাচারের জবাব মানুষ পঞ্চায়েতে দেওয়া শুরু করবে।”

Next Article