DA Protest: ‘হরিশ মুখার্জি রোডে মিছিলে আপত্তি কিসের?’, ডিএ আন্দোলনকারীদের অনুমতি দিলেন বিচারপতি মান্থা

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 04, 2023 | 4:07 PM

DA Protest: বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী, আগামী ৬ মে হাজরা, দমকল কেন্দ্র থেকে হরিশ মুখার্জি রোড থেকে শুরু হবে মিছিল।

DA Protest: হরিশ মুখার্জি রোডে মিছিলে আপত্তি কিসের?, ডিএ আন্দোলনকারীদের অনুমতি দিলেন বিচারপতি মান্থা
মিছিলে অনুমতি বিচারপতি মান্থার

Follow Us

কলকাতা: ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন জারি রয়েছে এখনও। এবার মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শহরের অন্যতম স্পর্শকাতর এলাকা হরিশ মুখার্জি রোডে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফে। তিনটি বিকল্প রুটে মিছিলের জন্য সায় দিয়েছিল রাজ্য। তবে তাতে রাজি ছিলেন না আন্দোলনকারীরা। হরিশ মুখার্জি রোডে মিছিল নিয়ে আপত্তি কেন? বৃহস্পতিবার শুনানিতে প্রশ্ন তুলেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মিছিল শান্তিপূর্ণ করার নির্দেশ দিয়েছেন তিনি।

বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ অনুযায়ী, আগামী ৬ মে হাজরা, দমকল কেন্দ্র থেকে হরিশ মুখার্জি রোড ও ডি এন রোড ধরে ডান দিক দিয়ে আশুতোষ মুখার্জি রোড হয়ে এসপি মুখার্জি রোড পেরিয়ে হাজরা মোড়ে এসে মিছিল শেষ করবেন আন্দোলনকারী সরকারি কর্মীরা।

বিচারপতির প্রশ্ন, ‘প্রতি একদিন অন্তর হাজরা মোড়ে ধরনা বিক্ষোভ চলছে। হঠাৎ হরিশ মুখার্জি রোড নিয়ে আপত্তি কেন?’ কোনও কুমন্তব্য করা চলবে না, মিছিল শান্তিপূর্ণ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।

অন্যদিকে, আন্দোলনকারী চাকরি প্রার্থীদের একটি মিছিলেও অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৯ মে ফুরফুরা শরিফ থেকে শহিদ মিনার পর্যন্তও মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৪ টেট প্রার্থীদের একটি মিছিল ডোমজুড়ে রাত্রিযাপনের পর ১০ মে মিছিল ঢুকবে শহরে। মিছিলের আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বৃহস্পতিবারের শুনানিতে মিলল অনুমতি।

ডিএ আন্দোলনকারীদের অন্য একটি মিছিল নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। বুধবার সেই মিছিলেও অনুমতি দেয় আদালত। বৃহস্পতিবারই ছিল ডিএ আন্দোলনকারীদের নবান্ন অভিযান। মিছিলের রুট পরিবর্তন করে নবান্ন অভিযানে অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

Next Article