কলকাতা: নতুন বছরেই তিলোত্তমার বুকে একাধিক নতুন মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। অন্যদিকে চলতি বছরেই আবার যাত্রী পরিবহণ নিরিখে নতুন রেকর্ড করে ফেলেছে কলকাতা মেট্রো। এত উন্নতির মধ্যেও ঠেকানো যাচ্ছে না যান্ত্রিক ত্রুটির ঘটনা। প্রায়শই আসছে এই খবর। এবার সেই যান্ত্রিক ত্রুটির কারণেই বৃহস্পতিবার দুপুরে আচমকা বন্ধ হয়ে গেল দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। মেট্রো সূত্রে খবর, দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার আপ লাইনে গোলযোগ হওয়ার কারণেই মেট্রো চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ওই লাইনে মেট্রো পরিষেবা স্তব্ধ হয়ে যায় বলে জানা যাচ্ছে। যদিও লাইনে বিভ্রাটের খবর মেলা মাত্রই তৎপর হয়ে ওঠেন মেট্রোর ইঞ্জিনিয়ররা। শুরু হয় মেরামতির কাজ। আপাতভাবে দেখা যায় থার্ড লাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। সেখানে সারাইয়ের কাজ চলে। দুপুর ২টো ১৮ মিনিট থেকে বেশ কিছু সময়ের জন্য ওই শাখায় পাওয়ার ব্লকও করা হয়।
যে কারনে নোয়াপাড়া এবং বরানগর স্টেশন এর মাঝে আপ লাইনে সাময়িকভাবে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে দুপুরে আচমকা মেট্রো বিভ্রাটের জেরে নোয়াপাড়া মেট্রো স্টেশনে মেট্রো ধরার জন্য এসেও ফিরে যান বহু যাত্রী। একই ছবি আশেপাশের প্রায় সব স্টেশনেই। মেট্রো না পেয়ে শেষ পর্যন্ত অনেকেই ট্যাক্সি ধরেন। অনেকেই বাস বা অন্যান্য যান ধরেন। যদিও কিছু সময় পড়েই মেট্রোয় রোজকার মতো ভিড় বাড়ে অফিস যাত্রীদের। তাই বিভ্রাটের খবরে আরও বেড়েছে উদ্বেগ।