Firhad Hakim: ‘জারি হতে পারে গ্রেফতারি পরোয়ানাও’, ডেঙ্গি নিয়ে শহরবাসীকে কড়া সতর্কবার্তা ফিরহাদের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 09, 2022 | 1:12 PM

Firhad Hakim: ডেঙ্গি নিয়ে শহরবাসীকে সচেতনার প্রচার করতে পথে নামলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। চেতলায় সচেতনতা এই প্রচার সারলেন।

Firhad Hakim: জারি হতে পারে গ্রেফতারি পরোয়ানাও, ডেঙ্গি নিয়ে শহরবাসীকে কড়া সতর্কবার্তা ফিরহাদের
ডেঙ্গি সচেতনতার প্রচারে ফিরহাদ হাকিম (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: কলকাতা ও তার লাগোয়া জেলাগুলিতে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। সেই কারণে ডেঙ্গি নিয়ে শহরবাসীকে সচেতনার প্রচার করতে পথে নামলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। চেতলায় সচেতনতা এই প্রচার সারলেন।

বুধবার সকাল-সকালই বেরিয়ে পড়েন মেয়র। এলাকায় যে সকল স্থানে মশার লার্ভা জমতে পারে সেই সব জায়গা খতিয়ে দেখেন। এ দিন ফিরহাদ হাকিম বলেন, ‘নির্মীয়মাণ প্রায় সকল বাড়িগুলি খতিয়ে দেখব। যদি দেখি কোনও বাড়িতে জল জমে রয়েছে সেই বাড়িগুলিতে স্টপ-ওয়ার্ক নোটিস পাঠাব। তারপর সেগুলিকে পরিস্কার করতে বলব। পাশাপাশি তার খরচ-খরচার সঙ্গে আমাদের খরচা যোগ করব। এরপরও দেখি যদি কাজ না হয় মিউনিপ্যাল কোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা জন্য আর্জি জানাব।’ এর পাশাপাশি তিনি বলেন, ‘আমার মনে হয় মানুষ বুঝবেন। বলতে-বলতে একটা সময় মানুষ ঠিক শুনবেন। ডেঙ্গি সচেতনতা প্রচারে আমরা প্রথম নেমেছি। মানুষ কাল থেকে বলবে যে ববিদা নেমেছেন। তাহলে আমরা ছাদে যাই গিয়ে দেখি জল জমে আছে কি না।’

অপরদিকে, ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলে দাবি করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ বলেন, “গত দশ বছর আমিও ডেঙ্গি পরিস্থিতি দেখতে গিয়েছি। শিলিগুড়ি থেকে কলকাতা অনেক জাগয়ায় গিয়েছি যেখানে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু এই সরকার গুরুত্ব দেয়নি। আজকে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। ডেঙ্গি কেন হচ্ছে তার কারণ খোঁজা এটা কখনও সরকার করেনি। এতো করোনার থেকেও ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে।’

পাল্টা ফিরহাদ বলেছেন, ‘ওরা ইউসলেস। ওদের কটাক্ষ করতে দিন। নয়ত সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্তের খোঁজ উত্তর প্রদেশ থেকে পাওয়া যেত না। আগে যোগীকে কটাক্ষ করুন।’

উল্লেখ্য, রাজ্যের যে সমস্ত জায়গায় ডেঙ্গির প্রকোপ সব থেকে বেশি, তার মধ্যে কলকাতা এবং বিধাননগর অন্যতম। বুধবার বাগুইআটিতে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর মিলেছে আট বছরের শিশু ঋত্বিকা সাউয়ের। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল সে। এরপর মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিসি রায় শিশু হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে।আজ সকালবেলা তার মৃত্যু হয়। রিপোর্টে যদিও উল্লেখ NS1 পজেটিভ।

Next Article