কলকাতা: দিন দুয়েক আগেই নিরাপত্তারক্ষীকে চড় মেরে শিরোনামে উঠে আসেন তৃণমূল নেতা তথা মেয়র পারিষদ তারক সিং। চড় মারার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিতর্কের মুখে পড়তে হলেও দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন কাউন্সিলরের জবাব ছিল, ‘মেরেছি, বেশ করেছি।’ প্রয়োজন হলে আবারও মারবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। দু দিন পেরলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন তারক সিং। সোমবার সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি জানালেন, বারবার নোটিস দেওয়া সত্ত্বেও কথা না শোনায় এই কাজ করেছেন তিনি।
সোমবার কলকাতার ভবানীপুর এলাকার নর্দান পার্কে নিকাশি ব্যবস্থা পরিদর্শনে গিয়েছিলেন তারক সিং। কেন এভাবে মেজাজ হারালেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডেঙ্গি আক্রান্ত হওয়া অনেক ঘটনা দেখেছি, একটি বাচ্চার মৃত্যুও হয়েছে। মানসিক ভারসাম্য ঠিক থাকে না। আর যাঁকে গত শনিবার তিনি চড় মেরেছিলেন, তাঁকে এর আগে একাধিকবার নোটিস দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তারক সিং। তারপরও কথা শোনায় এই চড়।
সেদিনের ঘটনা প্রসঙ্গে তারক সিং বলেন, “চড় মারাটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে বলি একটা চড় মারলে মৃত্যু হবে না, তবে জল জমলে মৃত্যু হতে পারে। আগামিদিনে যদি কেউ আবারও কথা না শোনে, আবার চড় মারব।”
উল্লেখ্য, গত শনিবার বেহালার রায়বাহাদুর রোডে এক ব্যক্তিকে চড় মারেন তারক সিং। ওই দিন তিনি একটি নির্মীয়মাণ বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন। ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলেই পরিদর্শনে বেরিয়েছিলেন তিনি। সেই বাড়িতে গিয়ে তিনি দেখেন, একাধিক জায়গায় জল জমে রয়েছে। ঠিকা কর্মীদের প্রশ্ন করলে তাঁরা বলেন, বৃষ্টি হয়েছে, জল জমেছে। রোদ উঠলেই শুকিয়ে যাবে। এ কথা শুনেই মেজাজ হারান তারক সিং। চড় মারেন সেই নিরাপত্তারক্ষীকে।