Firhad Hakim Sick: হাতে স্যালাইন নিয়ে, অ্যাম্বুল্যান্সে চেপেই আজ বিধানসভায় যাবেন ফিরহাদ

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 16, 2024 | 6:26 AM

Firhad Hakim Health: গত সোমবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন মেয়র। পুরনিগমে নিজের দফতরে কাজ করার সময়ই অসুস্থ বোধ করলে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ফিরহাদ। সেই থেকেই হাসপাতালে ভর্তি আছেন তিনি। তবে বিধানসভায় কাজে যোগ দিতে যাবেন হাসপাতাল থেকেই।

Firhad Hakim Sick: হাতে স্যালাইন নিয়ে, অ্যাম্বুল্যান্সে চেপেই আজ বিধানসভায় যাবেন ফিরহাদ
মেয়র ফিরহাদ হাকিম
Image Credit source: twitter

Follow Us

কলকাতা: গত সোমবার রাত থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। দিন তিনেক কেটে গেলেও এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আজ, শুক্রবার হাসপাতাল থেকে তাঁকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। এদিন বিধানসভায় দ্বিতীয়ার্ধে পুর বিষয়ক দফতরের একটি বিল পেশ হওয়ার কথা। সেই বিলের আলোচনায় অংশ নিতেই ফিরহাদ হাকিম বিধানসভায় যাবেন বলে জানা গিয়েছে। বিলের উপর জবাবি ভাষণ দিতে পারেন তিনি।

সূত্রের খবর, হাসপাতাল থেকে সোজা অ্যাম্বুল্যান্সে করে বিধানসভায় যাবেন ফিরহাদ হাকিম। তাঁর হাতে রয়েছে স্যালাইন, ওষুধ দেওয়ার জন্য চ্যানেলও রয়েছে হাতে। ওই অবস্থাতেই বিশেষ অ্যাম্বুল্যান্সে করে দুপুর দেড়টা নাগাদ বিধানসভায় যাওয়ার কথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। দুপুর ১.৪৫ মিনিট নাগাদ বিল পেশ হওয়ার পর সেই আলোচনায় থেকে আবার ঘণ্টা দেড়েকের মধ্যে হাসপাতালে চলে যাবেন ফিরহাদ হাকিম।

গত সোমবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন মেয়র। পুরনিগমে নিজের দফতরে কাজ করার সময়ই অসুস্থ বোধ করলে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ফিরহাদ। সেই থেকেই হাসপাতালে ভর্তি আছেন তিনি। এর আগে গত মাসেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জানুয়ারি মাসে আচমকা কোমরের ব্যাথায় কাবু হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাঁকে।

উল্লেখ্য, শাসক দলের আরও এক বিধায়ক মদন মিত্রও অসুস্থ হয়ে পড়েছিলেন সম্প্রতি। প্রায় দু মাস পর গতকাল, বৃহস্পতিবার বিধানসভায় যান তিনি।

Next Article