আলুতেও চলে ‘বেটিং’, ঠিক হয়ে যায় রেট, ফাঁস হল বড় তথ্য

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 02, 2025 | 7:29 PM

Potato: আলুর বাজারের পিছনে চলে কালোবাজারি, রয়েছে অসাধু চক্র, এমন অভিযোগ আগেও উঠেছে। আর এবার নতুন চক্রের কথা উল্লেখ করলেন খোদ মন্ত্রী।

আলুতেও চলে বেটিং, ঠিক হয়ে যায় রেট, ফাঁস হল বড় তথ্য
ফাইল ছবি

Follow Us

কলকাতা: সাধারণ মধ্যবিত্ত বাঙালির প্রতিদিনের খাবারের তালিকায় থাকে আলু। সেই আলুর দাম বেড়ে গেলে পকেটে পড়ে টান। তাই আলুর দাম কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে আগেই পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার তিনি জানিয়ে দিলেন, এখনই কোল্ড স্টোরেজ ফাঁকা করার প্রয়োজন নেই। নতুন আলু উঠতে এখনও অনেক দেরী।

কয়েক মাস আগে ভিনরাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য সরকার। সরকারি এই নিষেধাজ্ঞা নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের সঙ্গে জোর টানাপোড়েন চলে আলু ব্যবসায়ীদের। আলুর দরে রাশ টানতে নামানো হয় টাস্ক ফোর্স। তারপরেও একদিকে যেমন সরকারি সিদ্ধান্ত বদল হয়নি তেমনই রাজ্যের বাজারগুলিতে কমেনি আলুর দর।

এদিন বৈঠকে মমতা বলেন, “সবাই বলছে কোল্ড স্টোরেজ খালি করে দিন। নতুন আলু উঠবে। নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি হয়ে যায়। বাংলার চাষ করা আলু আগে বিক্রি হবে, তারপর লাগলে পঞ্জাবের আলু নেওয়া হবে। অনেকে স্টোরেজে রেখে, পরে দাম বাড়িয়ে বাজারে বিক্রি করে। কোথায় এভাবে আলু মজুত আছে, দেখে নিন। তারপর সুফল বাংলায় ছেড়ে দিন।”

বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন আলু নিয়ে এক বিশেষ চক্রের কথা। তিনি বলেন, ‘ক্রিকেটে যেমন বেটিং চলে, তেমনই এখানেও একটা চক্র কাজ করে। যারা আগেরদিন সন্ধেবেলা বসে ঠিক করে, পরের দিন আলুর কত দাম হবে।’ ইতিমধ্যে মুখ্যসচিবকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান বেচারাম। এ কথা শুনেই মমতা বলেন, “এই চক্র ভাঙতে হবে। কারা এটা করছে, সেটা জানাও।”

Next Article