কলকাতা: আর কয়েকদিন পরই কালীপুজো। আর এইসময় বিস্ফোরণ ঘটানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য পুলিশকে সতর্ক থাকতে বললেন। সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা হতে পারে বলেও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত একাধিক জেলার জেলাশাসকের সঙ্গে শুক্রবার নবান্ন থেকে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি। আর এই বৈঠকেই কালীপুজোর সময় বিস্ফোরণ ঘটানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝির কাছ থেকে পূর্ব মেদিনীপুরের দানার প্রভাব নিয়ে খোঁজ নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেইসময় কালীপুজোর প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, “কালীপুজোয় আতসবাজি ফাটবে। নজর রাখবে ওর মধ্যে কেউ যেন দুষ্টুমি না করতে পারে। এগুলো পুলিশকে ইন্টেলিজেন্স আরও শক্তিশালী করতে হবে। এসটিএফকে কাজে লাগাতে হবে। কোনওরকম বিস্ফোরণের সুযোগ যাতে কেউ না নিতে পারে। সাম্প্রদায়িক হিংসা যাতে কেউ না লাগাতে পারে। একটা পরিকল্পনা চলছে। এটাকে ভেস্তে দিতে হবে।”
পরে উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতায় একটা কমিউনাল টেনশনের প্ল্যানিং চলছে। কোনও কোনও দুষ্টু লোক আছে। এদের আমি রাজনৈতিক নেতা বলতে চাই না। এদের মাথা মরুভূমি। শুধু দুষ্টুমির প্ল্যান করে। এই প্ল্যান ভেস্তে দিতে হবে। আইবি, পুলিশের সোর্সকে কাজে লাগাতে হবে।”
হাওড়ায় একদিন আগে খুনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “গতকাল দুর্যোগের সুযোগ নিয়ে হাওড়ায় খুন করে দিল। উৎসবের সময় সুযোগগুলো নেয়, দুর্যোগের সময় সুযোগ নেয়।” ঝাড়গ্রামের জেলাশাসকের সঙ্গে কথা বলার সময় মমতা বলেন, “এই সুযোগে সীমান্ত থেকে যাতে কোনও দুষ্টু লোকের আমদানি না হয়, তা দেখতে হবে পুলিশকে। এরা কিন্তু, সুযোগ নেয় এইসবের।”