Mithun Chakraborty: ‘তৃণমূলের সঙ্গে নয়, নিজেদের সঙ্গেই লড়েছি’, বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মিঠুন

Mar 28, 2025 | 1:24 PM

Mithun Chakraborty: ২০২১-এর বিধানসভা নির্বাচনে আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। সেই সময় ভোটের প্রচারও চালিয়েছিলেন তিনি।

Mithun Chakraborty: তৃণমূলের সঙ্গে নয়, নিজেদের সঙ্গেই লড়েছি, বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মিঠুন
মিঠুন চক্রবর্তী
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আগামী বছরেই বিধানসভা ভোট রাজ্যে। তার আগে বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক কথা বললেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ২০২১-র বিধানসভা নির্বাচনের ফল সম্পর্কে বলতে গিয়ে এ কথা বলেন মিঠুন।

একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে বাংলার ময়দানে নামতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ‘এবার আমাদের জিততে হবেই।’ সেই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেন, “এবার আমরা জিতবই।” তিনি জানান, দলের নেতা হিসেবে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া আছে। তাঁকেও আলাদা দায়িত্ব দেওয়া আছে।

আগের বার প্রচার করার পরও ফলাফলে প্রতিফলন হল না কেন? এই প্রশ্নের মুখে মিঠুন বলেন, “আসলে বোগাস বিষয়টা হল, আমরা তৃণমূলের সঙ্গে লড়িনি। নিজেরা নিজেদের সঙ্গে লড়েছি।” এ কথা বলে হেসে ফেলেন তিনি। কার্যত খারাপ ফলের জন্য অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেন তিনি।

এছাড়া, এদিন মিঠুন চক্রবর্তী আর্জি জানিয়েছেন, ৯ শতাংশ হিন্দু ভোটার, যাঁরা বিজেপিকে ভোট দেন না, তাঁরা যাতে বিজেপিতে ফিরে আসেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি না জিতলে হিন্দু বাঙালিরা বিপদে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

তবে তৃণমূলের দাবি, মিঠুনের কথায় ভোটবাক্সে কোনও প্রভাব পড়বে না। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, “এর আগে অমিত শাহের পাশে বসে মিঠুন বলেছিলেন এক কোটি সদস্য হলে রাজ্যটা বিজেপির হবে। সেই টার্গেটেও পৌঁছতে পারেনি বিজেপি। এবারও তাঁর কথায় কেউ ভোট দেবে না।” ২০২৬-এ বিজেপির ভোট শতাংশ আরও কমবে বলে মনে করছেন তিনি।