Monsoon Forecast 2022: প্যাচপ্যাচে গরমে জামাই আদর মার যাবে না, জামাই ষষ্ঠীর আগেই হাওয়া অফিসের পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jun 04, 2022 | 3:58 PM

Weather Update: ইতিমধ্যেই বর্ষা নিয়ে একটা সুখবর শুনিয়েছে মৌসম ভবন। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৩ শতাংশ বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Monsoon Forecast 2022: প্যাচপ্যাচে গরমে জামাই আদর মার যাবে না, জামাই ষষ্ঠীর আগেই হাওয়া অফিসের পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত
বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। ফাইল ছবি।

Follow Us

কলকাতা: উত্তরবঙ্গে বর্ষা (Monsoon 2022) এলেও দক্ষিণবঙ্গ এখনও প্যাচপ্যাচে গরমে ভুগছে (Weather Update)। আংশিক মেঘলা আকাশ। ফলে বাড়ছে আর্দ্রতার পরিমাণ। দিনে রাতে অস্বস্তি বহাল। এখনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষাবরণের কোনও আবহ নেই। তবে রবিবার জামাই ষষ্ঠীর আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বরাতে কিছুটা শুভযোগ রয়েছে। অন্তত হাওয়া অফিস তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু’ এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কয়েকটি জেলায়। তবে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেই বলছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদরা বলছেন, এপ্রিলের মতো দাবদাহ না হলেও, দক্ষিণবঙ্গে আপাতত তাপ-আর্দ্রতার জোড়াফলায় ঘামিয়ে নাকাল করার সম্ভাবনা থাকছেই। অন্তত ১০ জুন অবধি এমনই পরিস্থিতি থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ শতাংশ, সর্বনিম্ন ৭২ শতাংশ।

শুক্রবারই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষা প্রবেশ করেছে। আগামী পাঁচদিনে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ারে। এর মধ্যে দু’ এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ৬ জুন থেকে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও খানিকটা বাড়বে। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দু’ এক জায়গায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই বর্ষা নিয়ে একটা সুখবর শুনিয়েছে মৌসম ভবন। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৩ শতাংশ বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি তেমনটা হয় তাহলে এই নিয়ে চার বছর স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে চলেছে দেশে। তবে বাংলার অস্বস্তিতে কবে যে খানিক জল পড়বে, তার পূর্বাভাস এখনও দিতে পারছে না আবহাওয়া দফতর।

Next Article