কলকাতা: এ বছর ভালই বর্ষা (Monsoon) হবে, তবে তা স্বাভাবিকের মাত্রা ছাড়াবে না। জানাচ্ছে স্কাই মেট (Skymet Weather)। চলতি মরসুমে স্বাভাবিক বৃষ্টি হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ১০৩ শতাংশ পর্যন্ত হতে পারে।
গত ২০২০ ও ২০১৯ সালে এই সময়ের ব্যবধানেই এই পরিসংখ্যানটা ছিল যথাক্রমে ১১০ ও ১০৯ শতাংশ। তবে আবহাওয়াবিদরা বলছেন, যে উত্তরের সমভূমিগুলি, উত্তর-পূর্ব অঞ্চলের কয়েকটি অংশে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, কর্ণাটকের অভ্যন্তরীণ অংশগুলিতে জুলাই ও অগাস্ট মাসে কম বৃষ্টিপাত হতে পারে।
উল্লেখ্য, গত বছরেও রেকর্ড সৃষ্টি করেছিল ভারতের বর্ষা। গত ১২ বছরের তথ্যের নিরিখে দেখা যাচ্ছে, ২০২০ সালের জুন মাসে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম- চারটি অঞ্চলে বাড়তি বৃষ্টি হওয়ার পাশাপাশি এবছর মধ্য ভারতেও ভারী বর্ষণ হয়েছিল। ভারতের আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৮ সালের পর ২০২০ সালের জুন মাসে ১৯৬.২ মিমি বৃষ্টি হয়েছে সারা দেশে।
আরও পড়ুন: আবারও লকডাউন না নাইট কার্ফু? ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি? নবান্নে আজ জরুরি বৈঠকে মুখ্যসচিব
জুন মাসের বর্ষার ভাল স্কোরকার্ডের জন্য যে কেবল ভাল ফসল হয়েছিল, তাই নয়, বাড়তি জল সংগ্রহ করেও রাখা সম্ভব হয়েছিল। এবছরও তেমনটা হবে বলে মনে করছেন বেসরকারি সংস্থার আবহাওয়াবিদরা।