Share Market: ৬ ঘণ্টায় ১ লক্ষ কোটিরও বেশি ক্ষতি এই সংস্থার একাধিক শেয়ারে, চাপে বিনিয়োগকারীরা

Mar 13, 2024 | 8:56 PM

Share Market: আদানি গ্রুপের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পতন দেখা গেছে আদানি টোটাল গ্যাসের শেয়ারে। প্রায় সাড়ে নয় শতাংশ কমেছে এই সংস্থার শেয়ারদর। আদানি গ্রিন এনার্জির শেয়ারে ৯.০৭ শতাংশ পতন দেখা গিয়েছে।

Share Market: ৬ ঘণ্টায় ১ লক্ষ কোটিরও বেশি ক্ষতি এই সংস্থার একাধিক শেয়ারে, চাপে বিনিয়োগকারীরা
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ধসে জেরবার শেয়ার মার্কেট (Share Market)। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১৩ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। তবে যে শুধু ছোট বিনিয়োগকারীরাই মার খেয়েছেন এমনটা নয়। বড় ক্ষতির মুখে পড়েছেন রাঘব-বোয়ালরাও। মঙ্গলবারের পর বুধবারও বড়সড় পতন দেখা যায় শেয়ার বাজারে। BSE সেনসেক্সে একসময় প্রায় ১১০০ পয়েন্টের ধস দেখা গিয়েছিল। বাজার বন্ধ হয় ৯০৬ পয়েন্ট কম নিয়ে। বড় ক্ষতির মুখে পড়েছে আদানি গ্রুপও। 

গৌতম আদানির আদানি গ্রুপের শেয়ার বাজারে ১০টি তালিকাভুক্ত কোম্পানি রয়েছে। এই সমস্ত কোম্পানির শেয়ার বুধবার রেড জোনে ছিল। সন্ধ্যায় লেনদেন শেষে দেখা যাচ্ছে মোট বাজার মূল্যের থেকে ১.১২ লক্ষ কোটি টাকা কমে গিয়েছে। 

আদানি গ্রুপের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পতন দেখা গেছে আদানি টোটাল গ্যাসের শেয়ারে। প্রায় সাড়ে নয় শতাংশ কমেছে এই সংস্থার শেয়ারদর। আদানি গ্রিন এনার্জির শেয়ারে ৯.০৭ শতাংশ পতন দেখা গিয়েছে। আদানি এনার্জি সলিউশনের শেয়ার ৮.৫৪ শতাংশ, এনডিটিভির শেয়ারে ৭.৯২ শতাংশ, আদানি পোর্টসের শেয়ারে ৬.৯৭ শতাংশ পতন দেখা গিয়েছে। 

একই সময়ে, আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর ৬.৯১ শতাংশ কমেছে। এসিসির শেয়ার ৬.৮৭ শতাংশ, আদানি পাওয়ারের শেয়ার ৪.৯৯ শতাংশ, অম্বুজা সিমেন্টের শেয়ার ৪.৫৮ শতাংশ এবং আদানি উইলমারের শেয়ার ৪.২৫ শতাংশ কমেছে। সংস্থাগুলির মোট বাজার মূলধন বা এম-ক্যাপ কমেছে ১,১২,৭৮০.৯৬ কোটি টাকা। 

Next Article