আগামী ১-২ ঘণ্টার মধ্যে ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাতের আভাস হাওয়া অফিসের

May 11, 2021 | 9:59 AM

Weather Update: স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘই এই ঝড় বৃষ্টির কারণ বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আগামী ১-২ ঘণ্টার মধ্যে ঝোড়ো হাওয়া, বৃষ্টিপাতের আভাস হাওয়া অফিসের
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: মহানগরে (Kolkata) ফের বৃষ্টির পূর্বাভাস। আগামী ১-২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিল কলকাতা আবহাওয়া দফতর। কলকাতা-সহ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, মালদহ ও দুই দিনাজপুরে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেলেও ঝড় বৃষ্টি হতে পারে কলকাতায়।

মঙ্গলবার কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই কলকাতার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। উত্তরের দুই জেলায় ভারী বৃষ্টি, ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ১-২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আভাস।

আরও পড়ুন: করোনার উপসর্গ ছিল, মৃত্যুর পর ধারে কাছে গেল না স্বজন-পড়শিরা! দেহ সৎকারে এগিয়ে এল একদল দামাল ছেলে

স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘই এই ঝড় বৃষ্টির কারণ বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। একইসঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে। যার জেরে এই খামখেয়ালি বৃষ্টিপাত। মঙ্গলবার সকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি।

Next Article