AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Report: ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, হঠাৎ কেন এত সক্রিয় বর্ষা, কী বলছে হাওয়া অফিস

West Bengal Weather: উত্তরবঙ্গে তিস্তায় ফের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। রাস্তার উপর দিয়ে বইছে তিস্তা। সোমবার রাতে তিস্তা ব্রিজের কাছে রাস্তার উপর উঠে আসে তিস্তার জল।

Weather Report: ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, হঠাৎ কেন এত সক্রিয় বর্ষা, কী বলছে হাওয়া অফিস
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 29, 2025 | 9:05 AM
Share

কলকাতা: নিম্নচাপ সরেছে ঠিকই, তবে বৃষ্টি থেকে নিস্তার মেলেনি। মঙ্গলবার ভোরেও ভাসল শহর কলকাতা। ভোর রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। জানা যাচ্ছে, ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোটেই সক্রিয় হয়েছে বর্ষা। আর তার জেরেই এই বৃষ্টিপাত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও, অবিরাম বর্ষণ চলছেই। এদিকে, উত্তরে ক্রমাগত ফুলে-ফেঁপে উঠছে তিস্তা।

সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টি হবে। সতর্কতা জারি করা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিত, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায়।

এছাড়া বুধবার ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতাতেও। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে তিস্তায় ফের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। রাস্তার উপর দিয়ে বইছে তিস্তা। সোমবার রাতে তিস্তা ব্রিজের কাছে রাস্তার উপর উঠে আসে তিস্তার জল। মঙ্গলবার সকালেও জাতীয় সড়কের উপর দিয়ে বইছে তিস্তা। কার্যত ডুবে গেল জাতীয় সড়ক NH10-এর একাংশ। ওই রাস্তা বন্ধ হওয়ায় শিলিগুড়ি-গ্যাংটক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। তিস্তাবাজার ধরে দার্জিলিং-কালিম্পং যাতায়াতও বন্ধ।

বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩-এ লেক ফেটে যে বিপর্যয় ঘটেছিল, তার রেশ এখনও রয়েছে। পলি জমে তিস্তার জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় গত বছর বারবার বন্যাও হয়েছে। বুধবার থেকে সিকিম, উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। অগস্টের প্রথম সপ্তাহে অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে।