কলকাতা: বিগত বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন মুকুল রায়ের (Mukul Roy) স্ত্রী কৃষ্ণা রায় (Krishna Roy)। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন কৃষ্ণা দেবী। মুকুল রায়ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি সুস্থ হয়ে গেলেও কৃষ্ণা দেবীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একমো সাপোর্টে রাখতে হয়। তাঁর ফুসফুস প্রতিস্থাপনের জন্য তাঁকে চেন্নাই নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর। বুধবারই দুপুর ১ টায় এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার কথা ছিল মুকুল রায়ের স্ত্রী’কে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় উড়ল না এয়ার অ্যাম্বুলেন্স।
জানা গিয়েছে, আজ বুধবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নিয়ে যাওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল। সেখানে ফুসফুস প্রতিস্থাপন করা হবে তাঁর। এয়ার অ্যাম্বুলেন্সটি দিল্লি থেকে কলকাতায় আসার কথা ছিল। এই এয়ার অ্যাম্বুলেন্সে মেডিকেল সাপোর্ট দেওয়ার সমস্ত রকম সুবিধার ব্যবস্থা করা হয়। কিন্তু খারাপ আবহাওয়া থাকায় এ দিন হাসপাতাল থেকে বের করা হয় কৃষ্ণা দেবীকে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই আইসিইউ-তে ছিলেন তিনি। পরে তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়। পরে একমো সাপোর্টে রাখা হয় তাঁকে। সে ভাবেই ফুসফুস ও হৃদপিণ্ড দুটোই সচল রাখার জন্য এই সাপোর্ট দেওয়া হচ্ছিল। কৃত্রিম উপায়ে এতে রক্ত থেকে কার্বন-ডাই-অক্সাইড বের করে অক্সিজেন পৌঁছে দেওয়া সম্ভব।