কলকাতা: ধর্মতলার বাস টার্মিনাসের ছবি বোধ হয় আপামর বাঙালির পরিচিত। রাজ্যের প্রায় সব রুটের বাস ছাড়ে এই টার্মিনাস থেকে। এবার হয়ত সেই চেনা ছবিটা কিছুটা বদলে যাবে। দূষণ এবং যানজট কমাতে ধর্মতলার জন্য বিশেষ উদ্যোগ নিল নবান্ন। সোমবারই সেই বিষয়ে বৈঠক হয় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে। উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক আধিকারিক। মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব তৈরি করার বিষয়েই এদিন আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ শুধুমাত্র বাস নয়, আরও অনেক যানবাহন এই ধর্মতলা থেকেই পাবেন সাধারণ মানুষ।
মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব যাতে দ্রুত তৈরি হয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কমিটি গঠন করেছে রাজ্য সরকার। নবান্নে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহণ, পূর্ত, পরিবেশ, বিদ্যুৎ সহ মোট আটটি রাজ্য সরকারি দফতরের সচিবরা। কলকাতার পুলিশ কমিশনার, মেট্রো, কেএমআরসিএল ও আরভিএনএলের প্রতিনিধিরাও এদিন বৈঠকে উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গেও কথা হয়েছে।
সবকটি দফতরের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এই কমিটিই আগামিদিনে ধর্মতলার মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব তৈরির বিষয়টি নিয়ে আলোচনা করবে ও সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। যে সংস্থা এই কাজ হাতে নিয়েছে, সেটি হল রাইটস। দ্রুত কাজ শেষ করার জন্য সরকারের তরফে এদিন সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
অদূর ভবিষ্যতে জোকা-এসপ্ল্যানেড, ইস্ট-ওয়েস্ট এবং নর্থ-সাউথ তিন মেট্রো রুটের সংযোগস্থল হবে এসপ্ল্যানেড। ফলে মানুষের যাতায়াতও বাড়বে অনেক। অন্যদিকে, যানবাহন বেড়ে গেলে দূষণের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকছে। তাই সবদিক বিবেচনা করেই মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাবের পরিকল্পনা করা হয়েছে।