Firhad Hakim: মেট্রো বিপর্যয়ে গৃহহীনরা কবে পাবে ঘর? বড় সিদ্ধান্ত ফিরহাদের

Sayanta Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Sep 25, 2024 | 8:43 PM

Firhad Hakim: প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে চারবার বউবাজার এলাকায় এই মেট্রোর কাজের জন্য বিপর্যয় নেমে এসেছে। কলকাতা পুরসভা এবং স্থানীয় সূত্রে খবর, প্রায় ২৮টি বাড়ি সম্পূর্ণ মাটিতে গুঁড়িয়ে গিয়েছে। ২৫টি বাড়ি আংশিকভাবে ভেঙে পড়েছে।

Firhad Hakim: মেট্রো বিপর্যয়ে গৃহহীনরা কবে পাবে ঘর? বড় সিদ্ধান্ত ফিরহাদের
কী বলছেন ফিরহাদ?
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: বউবাজার মেট্রো বিপর্যয়ের নিশ্চিহ্ন হওয়া ২৩ বাড়ির নকশার অনুমোদন দিতে চলেছে কলকাতা পুরসভা। আগামী শুক্রবার মেয়র পরিষদ বৈঠক করে এই ২৩ বাড়ির নকশার বিশেষ অনুমতি দেওয়া হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। কেএমআরসিএল একটি সংস্থার মাধ্যমে নকশা তৈরি করে জমা করে। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও অনুমতি মিলছিল না। এদিন অধিবেশনে কাউন্সিলর বিশ্বরূপ দে নিয়ে প্রশ্ন তোলেন। মেট্রো বিপর্যয়ে ঘর হারা পরিবার কবে বাড়ি ফিরে পাবে সে বিষয়ে জানতে চান তিনি। এই প্রশ্নের উত্তর এই মেয়র ফিরহাদ হাকিম এই তথ্য জানান।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে চারবার বউবাজার এলাকায় এই মেট্রোর কাজের জন্য বিপর্যয় নেমে এসেছে। কলকাতা পুরসভা এবং স্থানীয় সূত্রে খবর, প্রায় ২৮টি বাড়ি সম্পূর্ণ মাটিতে গুঁড়িয়ে গিয়েছে। ২৫টি বাড়ি আংশিকভাবে ভেঙে পড়েছে। যে ২৮টি বাড়ি  সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে তার মধ্যে ২৩টি বাড়ি এবার তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কেএমআরসিএল এই নকশার তৈরি করলেও, সেই অনুযায়ী বাড়ি তৈরির অনুমতি কলকাতা পুরসভা দিতে পারে। কারণ অতীতে যে ধরনের বাড়ি তৈরি হয়েছিল, এখন সেই ধরনের বাড়ি তৈরি হবে না। সে ক্ষেত্রে কিভাবে কতটা ছাড় দেওয়ার যায় সেটা মূলত এই নকশা অনুযায়ী সিদ্ধান্ত হবে। 

আগামী মেয়র পরিষদ বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে এদিনের অধিবেশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত ভূ-গর্ভে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে রূপায়নের দায়িত্বে আছে কেএমআরসিএল। আর এই কাজে বারবার বিপর্যয় নেমে আসায় রীতিমতো ক্ষুব্ধ এলাকার মানুষ। সম্প্রতি ফের ওই ভূ-গর্ভে একাংশ থেকে জল বেরোতে দেখা যায়। সেই বিষয়ে কথা বলতে গিয়ে কেএমআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন। স্বাভাবিকভাবেই বাড়ি ছেড়ে থাকায় বহু মানুষ মেট্রো প্রকল্পের বিরুদ্ধে তোপ দেগেছেন। তাই তাঁরা তাই সমাধান চাইছেv এই সমস্যার। 

Next Article