Municipality Scam: ‘কিছু বলার নেই’, ৭ ঘণ্টা পর ইডি অফিস থেকে বেরিয়ে বললেন IAS জ্যোতিষ্মান

Aritra Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Oct 31, 2023 | 8:30 AM

ED: ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরে ছিলেন এই আমলা। জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবি-এর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ডিরেক্টর হিসাবে নিযুক্ত হন। এই ডিএলবি পুরনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নিয়োগের ক্ষেত্রে কারা বরাত পাবেন, সেদিকটাও ডিএলবিই দেখে।

Municipality Scam: কিছু বলার নেই, ৭ ঘণ্টা পর ইডি অফিস থেকে বেরিয়ে বললেন IAS জ্যোতিষ্মান
সিজিও কমপ্লেক্সের বাইরে আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত দিয়ে শুরু। এরপর একে একে পুরনিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতির অভিযোগে নাম জড়াচ্ছে শাসকদলের ‘হেভিওয়েট’ নেতাদের। ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হয়েছেন। অন্যদিকে সোমবার পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তলব করা হয় আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে।

নিয়োগ কেলেঙ্কারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁর রেশ ধরেই অয়ন শীল নামে এক প্রোমোটারের খোঁজ মেলে। অয়নের সল্টলেকের বাড়িতে ইডি তল্লাশি চালিয়ে পুরনিয়োগেও গরমিলের তথ্য পায়। এরপরই নতুন করে পুর-মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয়।

আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারীরা। এরপর ডাকা হয় সিজিও কমপ্লেক্সে। সোমবার একাধিক নথি নিয়ে সেখানে হাজিরা দেন তিনি। জিজ্ঞাসাবাদপর্ব থেকে বেরিয়ে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় বলেন, “কিছু বলার নেই।” কিন্তু তিনি কিছু না বললেও সোমবার দুই দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় সিজিও কমপ্লেক্সে। দুই দফায় প্রায় ৭ ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। অয়ন শীল সম্পর্কিত একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর। এদিন সিজিও থেকে বেরিয়ে অয়ন শীলকে চেনার বিষয়ে প্রশ্ন করা হলে, ঘাড় নেড়ে জানান চেনেন না।

২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরে ছিলেন এই আমলা। জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবি-এর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ডিরেক্টর হিসাবে নিযুক্ত হন। এই ডিএলবি পুরনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নিয়োগের ক্ষেত্রে কারা বরাত পাবেন, সেদিকটাও ডিএলবিই দেখে। জ্যোতিষ্মানের বাড়ি থেকে এমন কিছু নথি তদন্তকারীরা পেয়েছেন, যা এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই ইডি সূত্রে খবর।

Next Article