Kolkata: কসবায় ২৫ তলা বিল্ডিং থেকে ‘ঝাঁপ’ ১৯ বছরের ছাত্রীর, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

Susovan Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Apr 23, 2024 | 9:41 PM

Kolkata: শোনা যাচ্ছে আত্মহত্যার কথাও। কেউ কেউ বলছেন পড়ে যায়নি তামান্না, ঝাঁপ দিয়েছে। পারিবারিক সমস্যা নাকি সম্পর্কজনিত কোনও সমস্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও এ বিষয়েও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি।

Kolkata: কসবায় ২৫ তলা বিল্ডিং থেকে ‘ঝাঁপ’ ১৯ বছরের ছাত্রীর, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
শোকের ছায়া এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: কসবায় ৩৮ তলা বিল্ডিংয়ের ২৫ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল তামান্না হিরাওয়াত নামে ১৯ বছরের এক ছাত্রীর। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাস্থলে পৌঁছেছে কসবা থানার পুলিশ। ঠিক কী কারণে মেয়েটি পড়ে গেল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কথা বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে। কথা বলছেন আবাসনের অন্যান্য আবিসকদের সঙ্গেও। 

শোনা যাচ্ছে আত্মহত্যার কথাও। কেউ কেউ বলছেন পড়ে যায়নি তামান্না, ঝাঁপ দিয়েছে। পারিবারিক সমস্যা নাকি সম্পর্কজনিত কোনও সমস্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও এ বিষয়েও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। মেয়েকে হারিয়ে শোকে পাথর বাবা দীপক হিরাওয়াত। শোকের ছায়া গোটা পরিবারে। 

 

 

Next Article