কলকাতা: গত কয়েক বছরে হোম স্টে পরিষেবার চাহিদা পর্যটকদের মধ্যে অনেকটাই বেশি। ঘুরতে গিয়ে পাঁচ তারা কিংবা তিন তারা হোটেলে থাকার চেয়েও হোম স্টে-তে থাকতে বেশি আগ্রহ দেখান পর্যটকরা। বর্তমানে সারা দেশের মধ্যে এই রাজ্য হোম স্টে পরিষেবার চার নম্বর স্থানে রয়েছে। তবে এবার লক্ষ্য এক নম্বর স্থানে উঠে আসা। আর তা নির্দিষ্ট সময়ের মধ্যে। নবান্ন থেকে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে সোমবার। হোম স্টে পরিষেবায় রাজ্যকে এক নম্বরে উঠে আসতে হবে। তা তিন মাসের মধ্যে। নবান্ন সূত্রের খবর, এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
বর্তমানে রাজ্য সারা দেশের মধ্যে চার নম্বরে রয়েছে এ রাজ্যের হোম স্টে পরিষেবা। সোমবার পর্যটন সংক্রান্ত বিষয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব। সেখানেই তিনি নির্দেশ দেন, এক মাসের মধ্যেই হোম স্টে সংক্রান্ত যাবতীয় জমি সমস্যা মিটিয়ে ফেলার। একইসঙ্গে রিপোর্টে উঠে এসেছে, বেশ কিছু জেলায় এখনও হোম স্টে নেই। নম্বরের দিক দিয়ে একেবারে শূন্য। সেইসব জেলার দিকে বিশেষ নজরদারির কথা বলা হয়েছে।
অবিলম্বে এই সব জেলায় হোম স্টে তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি রাজ্যে যে সমস্ত পর্যটনকেন্দ্র রয়েছে সেগুলির কাছে স্বনির্ভরগোষ্ঠীর পরিচালনায় বিভিন্নরকম স্টল গড়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, পর্যটনশিল্পকে আরও প্রসারী করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য।
এর আগে স্বনির্ভর গোষ্ঠীর জন্য টার্গেট বেধে দিয়েছিল নবান্ন। ২০২২-২৩ অর্থবর্ষে নতুন করে ১ লক্ষ ৯৪ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করতে হবে রাজ্যের জেলাগুলিকে। এই লক্ষ্যমাত্রাই বেঁধে দেয় নবান্ন। সবথেকে বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। চলতি বছরের শুরুতেই জেলাগুলিকে আরও বেশি করে স্বনির্ভর করার লক্ষ্যে নানা পরিকল্পনা নেয় রাজ্য সরকার। প্রতিটি জেলাকে কাপড় তৈরির ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার বার্তা দেওয়া হয়।