Nagerbazar: শিফট শেষের পরও কাজ করতেন, আই ফোন ঘাঁটতেন, স্টোর ম্যানেজারের আসল চেহারা সামনে আসতেই চোখ কপালে কর্তৃপক্ষের
Nagerbazar: যার মধ্যে ১৪ টি আই ফোন এবং সব মিলিয়ে খোয়া যাওয়া মোবাইলের অর্থের পরিমাণ ১৪ লক্ষ ৬০ হাজার টাকা।
কলকাতা: রক্ষকই ভক্ষক! প্রায় ১৫ লক্ষ টাকার মোবাইল আত্মসাৎ স্টোর ম্যানেজারের। যাঁর ওপর দোকান চালানোর দায়িত্ব, সেই ম্যানেজারই প্রায় ১৫ লক্ষ টাকার মোবাইল আত্মসাৎ করে নিশ্চুপ। এমনই ঘটনার সাক্ষী থাকল দমদম নাগেরবাজারবাসী। শেষমেশ পুলিশের জালে ম্যানেজার। সুরজিৎ সাহু নামে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ। শুক্রবার তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার নাগেরবাজার থানায় বহুজাতিক বৈদ্যুতিক বাণিজ্যিক সংস্থার তরফে অভিযোগ করা হয় যে, ওই থানা এলাকায় তাঁদের একটি স্টোর থেকে প্রায় ২২ টি মোবাইল খোয়া গিয়েছে। যার মধ্যে ১৪ টি আই ফোন এবং সব মিলিয়ে খোয়া যাওয়া মোবাইলের অর্থের পরিমাণ ১৪ লক্ষ ৬০ হাজার টাকা। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্টোর ম্যানেজারই ওই মোবাইল আত্মসাৎ করেছে।
এরপরে তাঁকে আটক করা হয় এবং পরবর্তী সময় গ্রেফতার করা হয়। সূত্রের আরও খবর, গত মাসের ২৭ তারিখ দোকানের স্টক মেলাতে গিয়ে দেখা যায় প্রায় ২২টি মোবাইল স্টোর থেকে খোয়া গিয়েছে। এরপরেই নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ সুরজিৎ সাহু নামে দোকানের স্টোর ম্যানেজারকে গ্রেফতার করে। তাঁকে হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করবে মোবাইলগুলি কোথা তিনি কোথায় বেঁচেছেন।