Narendra Modi: বাংলায় ঝটিকা সফরে প্রধানমন্ত্রী, একই মঞ্চে মোদী-মমতা-শুভেন্দুকে দেখা যাবে কি?

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 28, 2022 | 9:45 AM

Narendra Modi: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মোদী-মমতার সঙ্গে একই মঞ্চ বা একই ফ্রেমে দেখা যাবে কি?

Narendra Modi:  বাংলায় ঝটিকা সফরে প্রধানমন্ত্রী, একই মঞ্চে মোদী-মমতা-শুভেন্দুকে দেখা যাবে কি?
ফাইল ছবি

Follow Us

কলকাতা: উদ্বোধনের অপেক্ষায় বন্দে ভারত এক্সপ্রেস। এই উপলক্ষেই ঘণ্টা চারেকের ঝটিকা সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রয়েছে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকও। তবে এই সফরে মোদী-মমতাকে একই মঞ্চে দেখা যাবে কিনা, তা নিয়ে জোর জল্পনা। বছর শেষে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরে আপাতদৃষ্টিতে চমকের কিছুই নেই। ওয়াকিবহালদের মুখে চোখেও কৌতূহলের ছাপ। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য ভাবছেন আরও একটি বিষয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মোদী-মমতার সঙ্গে একই মঞ্চ বা একই ফ্রেমে দেখা যাবে কি? রেস কোর্সের মাঠ হোক বা হাওড়া স্টেশনে বন্দে ভারতের উদ্বোধন মঞ্চ, এমন সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৩০ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে মধ্যমণি প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক ওই বৈঠকে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন তিনি ওই বৈঠকে যোগ দেবেন। কিন্তু ওই বৈঠকের আগে হাওড়া স্টেশনে বন্দে ভারত এর যাত্রা শুরুর অনুষ্ঠানেও মমতাকে মোদীর পাশে দেখা যায় কিনা তা নিয়ে যথেষ্ট জল্পনা চলছে। রেল মন্ত্রকের তরফে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে রাজ্য প্রশাসনের একটি সূত্রের দাবি। শেষ মুহূর্তে মত বদল না হলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ওই দিন হাওড়া স্টেশনে উপস্থিত থাকবেন বলে তাঁর ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে। রেল এর মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে একই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা উপস্থিত থাকলে প্রশাসনিক এবং রাজনৈতিক সৌজন্যের ছবি ফুটে উঠবে।

বিধানসভার গত অধিবেশনের এক ফাঁকে সকলকে চমকে দিয়েই শুভেন্দুকে তাঁর চেম্বারে চা খেতে ডাকেন মুখ্যমন্ত্রী। দলের আরও তিন বিধায়ককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর চেম্বারে আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন শুভেন্দু। নন্দীগ্রামের বিধায়ককে সেদিন ভাই বলে সম্বোধনও করেছিলেন মমতা। গোটা বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। পরে অবশ্য বিরোধী দলনেতা শুভেন্দু মুখ্যমন্ত্রীর সেই আমন্ত্রণের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দেন একাধিক সভা মঞ্চ থেকে।

সেই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া আজও জানা যায় নি। কিছুদিন আগেই রাজভবনে নতুন রাজ্যপালের শপথ অনুষ্ঠান এড়িয়ে যান শুভেন্দু। তিনিও কি প্রধানমন্ত্রীর সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে স্বচ্ছন্দ্যবোধ করবেন? এমন নানাবিধ প্রশ্ন আপাতত মুখে মুখে ফিরছে।

Next Article