National Anthem Case: জাতীয় সঙ্গীত অবমাননা-মামলা সিঙ্গল বেঞ্চেই ফেরাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Apr 29, 2024 | 3:12 PM

National Anthem Case: জাতীয় সঙ্গীত গাওয়ার সময় স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। এই অভিযোগকে সামনে রেখে পুলিশি তদন্ত শুরু হয়। পাল্টা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সিঙ্গল বেঞ্চ সেই মামলায় পুলিশি তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল। এরপর ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার।

National Anthem Case: জাতীয় সঙ্গীত অবমাননা-মামলা সিঙ্গল বেঞ্চেই ফেরাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: বিধানসভায় জাতীয় সঙ্গীত গাওয়ার সময় স্লোগান দেওয়ার অভিযোগ নিয়ে মামলা। সেই মামলা সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠাল প্রধান বিচারপতির বেঞ্চ। পুলিশের তদন্তে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চেই ফেরত পাঠাল মামলা। রাজ্যের আবেদন খারিজ হয়ে গেল।

জাতীয় সঙ্গীত গাওয়ার সময় স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। এই অভিযোগকে সামনে রেখে পুলিশি তদন্ত শুরু হয়। পাল্টা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সিঙ্গল বেঞ্চ সেই মামলায় পুলিশি তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল। এরপর ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার।

গত ২৯ নভেম্বর তৃণমূল এবং বিজেপির জোড়া কর্মসূচি ছিল বিধানসভা চত্বরে। সে দিনই বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ ওঠে। পরে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় হেয়ার স্ট্রিট থানায়। ১১ জন বিধায়কের বিরুদ্ধে অবমাননার অভিযোগ ওঠে। লালবাজার থেকে সমনও পাঠানো হয়। আদালত আগেই জানিয়েছিল, ১১ জনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

Next Article