কলকাতা: রবিবার সন্ধ্যে নাগাদ রাজভবন যাবেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান (National Commission for Scheduled Castes) অরুণ হালদার (Arun Haldar)। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে বিকেল পাঁচটায় বৈঠক রয়েছে তাঁর। রাজ্যে সুরক্ষিত নন তফশিলি জাতি-উপজাতি সম্প্রদায় ভুক্তরা। এই বিষয়টিই রাজ্যপালকে বলবেন অরুণ হালদার। শুধু তাই নয়, রাজ্যপুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করবেন তিনি খবর সূত্রের।
কালিয়াগঞ্জ এবং ময়নার ঘটনার পর রাজ্যে এসেছেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। দুই এলাকা খতিয়ে দেখে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এ দিকে, তাঁর ভূমিকায় কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল। এই পরিস্থিতিতে আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন অরুণ হালদার। সূত্রের খবর, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার তিনি যে অভিযোগগুলি করবেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত, তাঁর অভিযোগ, এ রাজ্যে তফশিলি জাতি-উপজাতির সম্প্রদায়ভূক্ত মানুষজন সুরক্ষিত নয়। সেক্ষেত্রে কালিয়াগঞ্জ এবং ময়নার ঘটনার প্রসঙ্গ টেনে রাজভবনে নালিশও করবেন তিনি। পাশাপাশি, এই দুই জায়গায় পরিদর্শনের সময় রাজ্য পুলিশ অসহযোগিতা করেছে তাও রাজ্যপালের দৃষ্টিগোচরে আনা হবে বলে খবর।
বৃহস্পতিবার-শুক্রবারের অভিজ্ঞতার পর রবিবারই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ। বিশেষত কালিয়াগঞ্জ ঘিরে যেখানে ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবি উঠেছে। আজ আবার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিনিধিরাও কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মণের পরিবারের সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি তুলেছে। ময়নায় তো এনআইএ তদন্তের ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামিকাল ময়নায় নিহত বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দ্বিতীয়বারের ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়ার কথা। সোমবারের শুনানির পরে পরবর্তী পদক্ষেপের কথা জানিয়ে রেখেছেন শুভেন্দু। তার ঠিক ২৪ ঘণ্টা আগে রাজভবনে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার প্রথমে ময়নায় উপস্থিত হন অরুণ হালদার। তিনি বারবার অভিযোগ করেন যে পরিদর্শনের সময় সেখানে উপস্থিত ছিলেন না ময়না থানার উচ্চ-পদস্থ পুলিশ আধিকারিকরা। এমনকী তদন্ত ঠিকমত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এরপর গত শুক্রবার কালিয়াগঞ্জে পৌঁছন এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান। সেখানেও পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার ও জেলাশাসক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় চরম ক্ষুব্ধ কমিশনের চেয়ারপার্সন। তাঁদের বিরুদ্ধে নোটিস জারি করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি কমিশনকে উপেক্ষা ও মৃতের পরিবারকে উপযুক্ত নিরাপত্তা না দেওয়ার ব্যাপারে রাজ্যপাল ও রাষ্ট্রপতিকেও রিপোর্ট পাঠানো হবে বলেও তিনি জানিয়েছেন। এরপর আজ রাজভবনে যাচ্ছেন অরুণ হালদার।