Kunal Ghosh: লেনিনকে ‘কমরেড’ বলে সরণি বিতর্কে শুভেন্দুকে তুলোধনা কুণালের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 08, 2023 | 4:22 PM

Kunal Ghosh: সেই সঙ্গে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নাম ধর্মতলা মেট্রো স্টেশন (Esplanade Metro Station) করারও দাবি উঠেছে। এ দিকে, প্রয়াগরাজের রাজ্যের মতো নাম পরিবর্তন এই হিড়িককে ভাল চোখে দেখেনি তৃণমূল। কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

Kunal Ghosh: লেনিনকে ‘কমরেড’ বলে সরণি বিতর্কে শুভেন্দুকে তুলোধনা কুণালের
শুভেন্দু প্রসঙ্গে কুণাল (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: শহরের দু’টি রাস্তা ও একটি মেট্রোস্টেশনের নাম পরিবর্তনের আর্জি। কুম্ভমেলা পরিষদ আয়োজিত ধর্মতলায় ধর্মপুজোর অনুষ্ঠানে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। সেখানেই বিরোধী দলনেতার কাছে মেয়ো রোডের নাম পরিবর্তন করে ধর্মরাজ সরণি আর লেলিন সরণির নাম পরিবর্তন করে ধর্মতলা সরণি করার আবেদন জানানো হয়। সেই সঙ্গে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের নাম ধর্মতলা মেট্রো স্টেশন (Esplanade Metro Station) করারও দাবি উঠেছে। এ দিকে, প্রয়াগরাজের রাজ্যের মতো নাম পরিবর্তন এই হিড়িককে ভাল চোখে দেখেনি তৃণমূল। কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

নাম পরিবর্তনের ইস্যুকে হাতিহার করে কুণাল বলেন, “বিজেপির জেনেটিক সমস্যা হল নাম পরিবর্তন করা। শুভেন্দু অধিকারী মানসিক ভারসাম্যহীনদের মধ্যে পড়ে। একটা হুজুক বলে দিলেই হল। আমরা হয়ত মতাদর্শগত ভাবে বিরোধী। তবে কমরেড লেলিনের তো বিশ্বব্যাপী প্রভাব রয়েছে। তাঁর দর্শন, তাঁর আন্দোলন, তাঁর নেতৃত্বের স্বীকৃতি দিয়ে কোথাও যদি একটা লেনিন সরণি থাকে তাও কি ধর্মের দোহাই দিয়ে পরিবর্তন করতে হবে?

নাম বদলের দাবি নিয়ে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “শুধু নাম বদল করতে চায়। কিন্তু, নাম বদল ও রং বদলে যে কিছু হবে না, বাংলার মানুষ বোঝে। কিন্তু, বিজেপি ও তৃণমূল বোঝে না।”

শনিবার কী বলেছিলেন শুভেন্দু?

বিরোধী দলনেতা বলেন, “এই কর্মসূচির সঙ্গে আমি রয়েছি। এরা কতগুলো যুক্তিসঙ্গত দাবি রেখেছেন। তার মধ্যে মেট্রোস্টেশনের নাম ধর্মতলা করার দাবি, লেলিন সরণির নাম ধর্মতলা রোড করার দাবি, মেয়ো রোডে নাম ধর্মরাজ সরণি করার দাবি। ধর্মরাজের পুজোর অনুমতি প্রদানের দাবি।”

Next Article