Dilip-Sujan-Ujjal: কারোর মুখে CBI এর কথা, জিভ ছেঁড়ার হুঁশিয়ারি দিচ্ছেন কেউ, কুকথায় টক্কর শাসক-বিরোধীর

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 07, 2023 | 6:50 PM

Dilip-Sujan-Ujjal: এ বলে আমায় দেখ, ও বলে আমায়। একে অপরকে হুঁশিয়ারি দেওয়া থেকে শুরু করে কটুকথার ঝড় রাজ্যজুড়ে।

Dilip-Sujan-Ujjal: কারোর মুখে CBI এর কথা, জিভ ছেঁড়ার হুঁশিয়ারি দিচ্ছেন কেউ, কুকথায় টক্কর শাসক-বিরোধীর
পঞ্চায়েতের নির্ঘণ্টের আগেই বাড়ছে নেতাদের হুঁশিয়ারি

Follow Us

কলকাতা: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তত বাড়ছে কথার লড়াই। পিছিয়ে নেই কোনও পক্ষই। ডান থেকে বাম এগিয়ে সকলে। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। একে অপরকে হুঁশিয়ারি দেওয়া থেকে শুরু করে কটুকথার ঝড় রাজ্যজুড়ে। এক নজরে দেখে নেওয়া যাক রাজনৈতিক নেতাদের কটু মন্তব্য…

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ…

চায়ে পে চর্চায় গিয়ে সম্প্রতি দিলীপ ঘোষ বলেন, “মোদীর বিরোধিতা করলে হয় সিবিআই না হয় ভগবান তুলে নেবেন।” এখানেই শেষ নয়, বিজেপি নেতা আরও বলেন, “আটার বস্তা ট্রাক থেকে নামছে চারজন টেনে বলছে আটা দাও। আটার বস্তা যাচ্ছে চারজন বাইকে ৫০০ টাকার নোট দেখিয়ে বলেছে আমায় আটা দাও। ১৬০ টাকা আটা, ২৪০ টাকা পেট্রল! আমাদের পিছনে কাঠি দিলে তোমাদের এই হবে আর মোদীকে কাঠি করলে উদ্ধব ঠাকরে হবে,নীতীশ কুমার হবে। আমরা সত্যের সঙ্গে রয়েছি। যারা দেশের ক্ষতি করবে, সমাজের ক্ষতি করবে আজ হোক-কাল হোক হয় সিবিআই না হয় ভগবান তুলে নেবেন।”

সকালবেলা এই মন্তব্যের পর বিকেলে ফের বিতর্কিত মন্তব্য। এবার তো আবার ট্রিটমেন্টের নিদান দিলীপের। তিনি বলেন, “বুথে যদি কেউ ভোট লুঠের চেষ্টা করেন তাহলে তাঁকে ভাল করে ট্রিটমেন্ট করবেন যাতে হাসপাতাল হয়ে বাড়ি যায়।

পিছিয়ে নেই শাসক পক্ষও। মমতার নামে কেউ কুৎসা করলে জিভ টেনে ছিঁড়ে নেওয়ার নিদান রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের। উজ্জ্বল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নিন্দা করলে তাঁর জিভ টেনে ছিঁড়ে দাও।”

গেরুয়া-শাসক শিবিরের পর এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। কুকথার বুলি তাঁর গলায়ও। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “পুলিশের কাছে গিয়ে বলব বাবু এটা ২০১৮ নয়। মানুষের দেওয়া উর্দি ওটা। সরকারের দেওয়া উর্দি। কারোর বাপের পয়সায় কেনা উর্দি নয়। হয় ওই উর্দিকে সম্মান করতে হবে। না হলে মানুষ উর্দি কিনে তৃণমূলের জামা গায়ে পরিয়ে দেব।”

Next Article