কলকাতা: শহরে অ্যাপ ক্যাব হিসাবে ওলা কিংবা উবারই ভরসা। অথচ এই হাতের পাঁচ নিয়ে অভিযোগও বিস্তর। সে সব দিক মাথা রেখেই শহর কলকাতার সমস্ত ট্যাক্সি এবং লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন একত্রিত ভাবে চালু করল নয়া অ্যাপ ক্যাবের। নাম ‘Ryde’। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্র।
কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র জানান, এরকম প্রায় ৪০ হাজার ক্যাব রাস্তায় নামবে। নতুন অ্যাপ ক্যাবে কিলোমিটার পিছু ভাড়া দিতে হবে ১৫ টাকা। এই নতুন পরিষেবায় যাত্রীদের বাড়তি কোনও ভাড়া দিতে হবে না। অতিরিক্ত কোনও কর যাত্রীদের থেকে নেওয়া হবে না।
এদিন মদন মিত্র বলেন, “এটা লোকাল ক্যাব সার্ভিস। এটা কোনও কোম্পানির কিছু নয়। একটা অ্যাপ। এই অ্যাপ থেকে আপনি গাড়ি পাবেন। গাড়িতে ওঠার আগেই আপনি জেনে যাবেন আপনার গন্তব্য অবধি ভাড়া কত। অতিরিক্তি কোনও কর নেওয়া হবে না।”
করোনাকালে পরিবহন নিয়ে একটা বড়সড় সমস্যায় সাধারণ মানুষ। প্রথমেই রাজ্যের লাইফ লাইন লোকাল ট্রেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে। দিনের পর দিন এ ভাবে ট্রেন বন্ধ থাকার ফলে মানুষের রুটি রুজিতেও ধাক্কা লাগছে। এর পরই বেসরকারি বাসের অপ্রতুলতা নিত্যযাত্রীদের আরেক দুর্ভোগের কারণ। বাস ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও ভাবেই সরকার এবং বাস মালিক পক্ষের আর বিবাদ মিটছে না। ভাড়া বাড়াতে চেয়ে বাস মালিকরা একদিকে অনড়। অন্যদিকে সরকারও কোনও ভাবেই এই অতিমারির সময় সাধারণ মানুষের উপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপাতে নারাজ। এই দুই পক্ষের দর কষাকষিতে ভুগতে হচ্ছে সেই আম-জনতাকেই।
এই সুযোগে ইচ্ছামতো ভাড়া হাঁকানোর অভিযোগ উঠছে ওলা-উবারের মতো অ্যাপ ক্যাবগুলির বিরুদ্ধে। শুধু ভাড়া বাড়ানোই নয়, ইচ্ছামতো বুকিং ক্যানসেলও করে দেওয়ার অভিযোগ রয়েছে অ্য়াপ ক্যাব সংস্থাগুলির বিরুদ্ধে। গণ পরিবহন নিয়ে এই মুহূর্তে নানা মহলে নানা অসন্তোষ। এরই মধ্যে সমস্ত ট্যাক্সি এবং লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। আরও পড়ুন: স্বস্তির খবর, বাংলায় ঢুকল ৭ লক্ষের উপরে টিকার ডোজ়! জেনে নিন রাজ্যে এখন কতটা মজুত