AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Covid Bulletine: গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম, দৈনিক সংক্রমণের গ্রাফও নিম্নমুখী বাংলায়

Bengal Corona: গত ২৪ ঘণ্টায় রাজ্যে পজিটিভিটি রেট ৩৭.৩২ শতাংশ।

Covid Bulletine: গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কম, দৈনিক সংক্রমণের গ্রাফও নিম্নমুখী বাংলায়
রাজ্যে সামান্য কমল সংক্রমণ। ছবি পিটিআই।
| Edited By: | Updated on: Jan 10, 2022 | 8:57 PM
Share

কলকাতা: রাজ্যে সামান্য কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। তবে পজিটিভিটি রেটে জেট গতি অব্যাহত রইল সোমবারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে পজিটিভিটি রেট ৩৭.৩২ শতাংশ। রবিবার নমুনা পরীক্ষাও শনিবারের তুলনায় অনেকটাই কম হয়েছে।

রবিবার রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছিল। মোট ৭১ হাজার ৬৬৪টি নমুনার মধ্যে ২৪ হাজার ২৮৭টি পজিটিভ আসে। সোমবার ৫১ হাজার ৬৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ এসেছে ১৯ হাজার ২৮৬টি। গত একদিনে মৃত্যু হয়েছে ১৬ জনের।

সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৮ হাজার ১৮৭ জন। শতাংশের নিরিখে সুস্থতার হার ৯৩.৮৫ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১ হাজার ৮৩।

কোন জেলায় কত আক্রান্ত এক নজরে…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৫২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৪৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৬০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ৯০৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৬৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-২।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১০০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-২।

হাওড়া– গতকাল আক্রান্ত ১৭৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩৮ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-২, সোমবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ১২৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮১ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১, সোমবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৫০৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৯১ জন। মৃত্যু: রবিবার-৬, সোমবার-২।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১০৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭৩ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-৩।

কলকাতা– গতকাল আক্রান্ত ৮৭১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩১৩ জন। মৃত্যু: রবিবার-৫, সোমবার-৪।

আরও পড়ুন: SSK Teacher: বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা সেই পাঁচ শিক্ষিকার বদলির নির্দেশ বাতিল