Corona Update: একদিনের মৃত্যুতে পর পর তিনদিন শীর্ষে উত্তর ২৪ পরগনা, সক্রিয় রোগীতে প্রথমেই কলকাতা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 29, 2021 | 8:29 PM

COVID 19: সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৫১১ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।

Corona Update: একদিনের মৃত্যুতে পর পর তিনদিন শীর্ষে উত্তর ২৪ পরগনা, সক্রিয় রোগীতে প্রথমেই কলকাতা
রাজ্যে কিছুটা কমল একদিনের সংক্রমণ। ছবি পিটিআই।

Follow Us

কলকাতা: এক লাফে দৈনিক সংক্রমণ অনেকটাই কমল সোমবার। তবে এই পরিসংখ্যানে খুব একটা স্বস্তির কোনও কারণ খুঁজে পাচ্ছেন না চিকিৎসকরা। কেন না, একদিকে শনিবার ও রবিবার নমুনা পরীক্ষা যেমন কম হয়। অন্যদিকে একদিনের সংক্রমণ কমলেও সক্রিয় রোগীর সংখ্যা কিন্তু মোটেই খুব একটা আশাব্যঞ্জক নয়। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৫১১ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৭৩৩। সোমবার শুধুমাত্র কলকাতাতেই সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ১৮৪ জন।

রবিবার একদিনে আক্রান্ত হয়েছিলেন ৭১৫ জন। মৃত্যু হয়েছিল ১২ জনের। সক্রিয় রোগী ছিলেন ৭ হাজার ৮০৪ জন। এদিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩৫ হাজার ৫০৯টি। সোমবার সেই সংখ্যাটা কমে ২৪ হাজার ২৬৯ হয়েছে। সোমবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫৭১ জন। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। পজিটিভিটি রেট ২.১১ শতাংশ।

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১৯ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-২।

বীরভূম– গতকাল আক্রান্ত ২০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১৪ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

 

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৩০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০২ জন। মৃত্যু: রবিবার-৫, সোমবার-৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৯৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬০ জন। মৃত্যু: রবিবার-৩, সোমবার-৩।

কলকাতায় গত তিনদিন সক্রিয় রোগীর সংখ্যা

২৯ নভেম্বর- ২ হাজার ১৮৪
২৮ নভেম্বর- ২ হাজার ১৮৪
২৭ নভেম্বর- ২ হাজার ১৯০

উত্তর ২৪ পরগনায় গত তিনদিন মৃতের সংখ্যা

২৯ নভেম্বর- ৪ জন
২৮ নভেম্বর- ৫ জন
২৭ নভেম্বর- ৪ জন

আরও পড়ুন: লক্ষ্য ‘২৪, তৃণমূলের পরবর্তী ওয়ার্কিং কমিটির বৈঠক দিল্লিতে! বদল আসছে দলীয় সংবিধানেও

Next Article