কলকাতা: গত পাঁচদিনের নিরিখে জোড়া রেকর্ড। রবিবার সর্বনিম্ন দৈনিক সংক্রমণ বাংলায়। মৃতের সংখ্যাও কমেছে। এদিন স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন। মৃত্যু হয়েছে ১৪২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৬৪২ জন। কমেছে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যাও।
দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত হওয়ার পরে ধীরে ধীরে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে বাংলা। কার্যত লকডাউন, নাইট কার্ফু-সহ বিভিন্ন বিধিনিষেধের বেড়াজালে ধীরে ধীরে নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। নিঃসন্দেহে এই চরম কঠিন সময়ে তা আশার আলো দেখাচ্ছে।
গত ২৬ মে একদিনে আক্রান্ত হন ১৬ হাজার ২২৫ জন। মৃত্যু হয় ১৫৩ জনের। সুস্থ হন ১৯ হাজার ৭১ জন। ২৭ মে সংক্রমিতের সংখ্যা ছিল ১৩ হাজার ৪৬। মৃত্যু হয় ১৪৮ জনের। সুস্থ হয়ে ওঠেন ১৯ হাজার ১২১ জন। ২৮ মে ১২ হাজার ১৯৩ জন সংক্রমিত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ১৪৫ জনের। সুস্থ হয়েছিলেন ১৯ হাজার ৩৯৬ জন। ২৯ মে সংক্রমিতের সংখ্যা ছিল ১১ হাজার ৫১৪, মৃত্যু হয় ১৪৮ জনের, সুস্থ হন ১৮ হাজার ৭৭৪ জন।
আরও পড়ুন: রবিবার বিকেলে হঠাৎই নবান্নে সস্ত্রীক আলাপন বন্দ্যোপাধ্যায়
তবে এত কিছুর মধ্যে উদ্বেগ পিছু ছাড়ছে না উত্তর ২৪ পরগনা ও কলকাতার। গত একদিনে উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮২ জন। মৃত্যু হয়েছে ৪৯ জনের। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৮৩০ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। হাওড়াতেও মৃত্যুর হার চিন্তার। গত একদিনে করোনার বলি হয়েছেন ১৪ জন।