কলকাতা: রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ (Covid19)। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Corona in Bengal) সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। পজিটিভিটি রেট নেমেছে ৬.০০ শতাংশে। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৫০ জন। সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ৮৫টি। রবিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫২ হাজার ৭৮৪ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৮৭ লক্ষ ১৩ হাজার ৪৯৪-এ। কমেছে দেশের সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৮ লক্ষ ৮৪ হাজার ৯৩৭। দেশের মোট আক্রান্তের ৪.৯১ শতাংশ।
কোন জেলায় কত আক্রান্ত এক নজরে
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮৪ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-২।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮১ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ১২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৩ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।
নদিয়া– গতকাল আক্রান্ত ২০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯৩ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।
বীরভূম– গতকাল আক্রান্ত ১৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮৩ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৬ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-১।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৭ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।
হাওড়া– গতকাল আক্রান্ত ১১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় ১২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬৬ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-৫।
হুগলি– গতকাল আক্রান্ত ১৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬১ জন। মৃত্যু: শনিবার-৪, রবিবার-৪।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৪৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৫৪ জন। মৃত্যু: শনিবার-১০, রবিবার-৬।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ২১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৭৫ জন। মৃত্যু: শনিবার-৫, রবিবার-০।
কলকাতা– গতকাল আক্রান্ত ৪৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৮৭ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-৮।
আরও পড়ুন: ভোট পিছোনোর দাবি নিয়ে সোমবারই কমিশনে যাচ্ছে বিজেপি, চাইছে একদিনে গণনাও