Dengue: ডেঙ্গিতে আক্রান্ত ১০৯১, একলাফে অনেকটা বাড়ল রোগীর সংখ্যা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 18, 2022 | 10:18 PM

Dengue: ডেঙ্গি পরীক্ষা আগের তুলনায় আরও বাড়ানো হয়েছে এবং গতকাল থেকে কিছু রিপোর্ট পোর্টালে এন্ট্রি করা বাকি ছিল, সেগুলিও এন্ট্রি করা হয়েছে এবং সেই কারণেই অনেকটা বেড়েছে আক্রান্তের সংখ্যা।

Dengue: ডেঙ্গিতে আক্রান্ত ১০৯১, একলাফে অনেকটা বাড়ল রোগীর সংখ্যা
ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগের।

Follow Us

কলকাতা: ডেঙ্গি আক্রান্তের (Dengue cases in West Bengal) সংখ্যা ক্রমেই চিন্তার কারণ হয়ে উঠছে রাজ্যের স্বাস্থ্য দফতরের। মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী, ডেঙ্গি আক্রান্ত নতুন রোগীর সংখ্যা এক হাজারেরও বেশি। ১০৯১ জন ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। উল্লেখ্য, একদিনের হিসেবে এই পরিসংখ্যান অনেকটাই বেশি। সোমবার রাজ্যে নতুন করে ৬৪৫ জন ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছিল। তবে এই লম্বা লাফের কারণও জানানো হয়েছে। মূলত ডেঙ্গি পরীক্ষা আগের তুলনায় আরও বাড়ানো হয়েছে এবং গতকাল থেকে কিছু রিপোর্ট পোর্টালে এন্ট্রি করা বাকি ছিল, সেগুলিও এন্ট্রি করা হয়েছে এবং সেই কারণেই অনেকটা বেড়েছে আক্রান্তের সংখ্যা।

উল্লেখ্য, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তিত রাজ্য প্রশাসন। জেলায় জেলায় প্রচার অভিযান চালানো হচ্ছে। ডেঙ্গি মোকাবিলার জন্য এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। কোথাও যাতে জল জমে না থাকে,  সেই দিকে নজর রাখতে বলা হচ্ছে। কিন্তু তারপরও ডেঙ্গি পরিস্থিতি কিছুতেই সামাল দিয়ে উঠতে পারছে না প্রশাসন। পুজোর আগে থেকেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলিতে পৃথক ফিভার ক্লিনিক খোলার নির্দেশ দেওয়া হয়েছিল। কারও জ্বর হলে বা কোনও উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত ডেঙ্গি ও অন্যান্য মশাবাহিত রোগ হয়েছে কি না তার জন্য পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আশাকর্মীদেরও বাড়ি বাড়ি ঘুরে খোঁজখবর নেওয়ার উপর আরও জোর দেওয়ার জন্য বলা হচ্ছে।

শুধু জেলাগুলিতেই নয়, কলকাতার ডেঙ্গি পরিস্থিতিও বেশ উদ্বেগের। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা শুনিয়েছিলেন। একটি রিপোর্টের কথা উল্লেখ করে বলেছিলেন, ডেঙ্গি আক্রান্ত ওই রোগীর শরীরে প্লেটলেট ঠিক থাকলেও অক্সিজেনের মাত্রা হু হু করে নেমে যাচ্ছে। এদিকে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলির জন্যও একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় আনার জন্য।

Next Article