Na Bollei Noy: পার্থ ইস্যুতেই নব্য-আদির দ্বন্দ্ব ঘুচছে তৃণমূলে? ফের কাছাকাছি ফিরহাদ-কুণাল? যে কথা ‘না বললেই নয়’

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 24, 2022 | 3:56 PM

Na Bollei Noy: বিরোধী জোটে তৃণমূল মোড়ল হতে পারবে কি না, তা নির্ভর করছে তাদের আগামী চালের উপর। ইতিমধ্যেই রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের অবস্থান, বিরোধী শিবিরের ফাটল অনেকটা চওড়া করেছে

Na Bollei Noy: পার্থ ইস্যুতেই নব্য-আদির দ্বন্দ্ব ঘুচছে তৃণমূলে? ফের কাছাকাছি ফিরহাদ-কুণাল? যে কথা ‘না বললেই নয়’
'না বললেই নয়' দেখুন TV9 বাংলায়

Follow Us

কলকাতা: যা হয় বোধহয় ভালোর জন্যই হয়। এই যে পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) একটু মুশকিলে পড়েছেন, তাতে মনে হচ্ছে তৃণমূলের(Trinamool Congress) শাপে বর হয়েছে। কেন? একটু স্মৃতির পাতা ওল্টান। এপ্রিল মাস। গরমে গলদঘর্ম বাংলা। তৃণমূলেও প্রবল গরম। কারণ, নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বের আঁচে পুড়ছিল শাসক শিবির। তখনও, সেই দ্বন্দ্বের কেন্দ্রে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ই। শিক্ষক নিয়োগে কেলেঙ্কারির নেপথ্য রহস্যভেদে হাইকোর্টে দৌড়েছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। সওয়াল জবাবের রেশ এসে পড়ছে বঙ্গ রাজনীতির অঙ্গেও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) ঠারে ঠোরে বুঝিয়েছিলেন, এসএসসি দুর্নীতি(SSC Scam) যদি হয়ে থাকে, তবে তার দায় বর্তায় তত্‍কালীন শিক্ষা দফতরের ঘাড়ে। মানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আমলে যদি কেলেঙ্কারি ঘটে, তবে তার জবাবও প্রাক্তন শিক্ষামন্ত্রীর দেওয়া উচিত। ব্যাস, পরের দিনই ফিরহাদ হাকিম, কুণালের অবস্থান মনে করিয়ে দিয়েছিলেন। কুণাল ঘোষ যে মন্ত্রী নন, সে কথা স্মরণ করানোয় ফিরহাদের উপর যারপরনাই অভিমান করেছিলেন কুণাল। ক্ষোভ চেপে না রেখে, প্রকাশ করেছিলেন মনের কথা।

এবার ফিরে আসুন, এই জুলাই মাসে। বৃষ্টি হচ্ছে। রাস্তায় জলকাদা। তৃণমূলেও গরম কেটে গিয়েছে বলেই মনে হচ্ছে। সৌজন্যে, সেই পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে অন্তত প্রকাশ্যে একসুরে কথা বলছেন কুণাল-ফিরহাদ। ধরতাই দিচ্ছেন অরূপ বিশ্বাস। নব্য এবং আদির এই মিলমিশ তো ঘটালেন পার্থ চট্টোপাধ্যায়ই। হ্যাঁ, মেলালেন তিনি মেলালেন। কিন্তু, তাঁর মেলামেশা নিয়ে যে লোকে হাসাহাসি করছে! মন্ত্রীমশাইয়ের ঘনিষ্ঠ বলে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের নিয়ে তো কত কথা হচ্ছে। এত মহিলা বন্ধু যে পার্থ চট্টোপাধ্যায়ের আছে, সেটাই তো হিংসুটেরা বিশ্বাস করতে পারছে না। তারা বলছে, এসব মোটেই ভাল বিজ্ঞাপন নয়। সে গাঁয়ে মানে না আপনি মোড়লদের কথা ছাড়ুন।

বিরোধী জোটে তৃণমূল মোড়ল হতে পারবে কি না, তা নির্ভর করছে তাদের আগামী চালের উপর। ইতিমধ্যেই রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের অবস্থান, বিরোধী শিবিরের ফাটল অনেকটা চওড়া করেছে। যা দেখে হেসে অস্থির বিজেপি। জোটের অন্দরেই জোট শরিক তৃণমূলকে উঠতে বসতে কথা শোনাচ্ছে বাম-কংগ্রেস। এসব নিয়ে কথা হবে। কথা হবে রাষ্ট্রপতির জাতি পরিচয় আজকাল এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কেন সেই বিষয়েও। এই কথাগুলো জরুরি বলে, আজ না বললেই নয়। টিভি নাইন বাংলায় রাত ৮.৫৭। দেখা হবে আপনাদের সঙ্গে।

Next Article