কলকাতা: করোনাকালে ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। নাম জড়িয়েছিল দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তির। নিজেকে আইএএস অফিসার বলে পরিচয় দিত। ভুয়ো ভ্যাকসিনের কথা ছড়িয়ে পড়তেই জানা যায়, ভ্যাকসিনের মতো দেবাঞ্জনও ভুয়ো আইএএস। করোনার সময়ে কলকাতা পুরনিগমের তারাতলা এলাকায় একটি ভ্যাকসিন শিবিরের আয়োজন করেছিল দেবাঞ্জন। তখন সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির উন্মোচন হয়েছিল। মূর্তির নীচে ফলকে ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্য়ায়, তাপস রায়দের সঙ্গে নাম ছিল ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবেরও। সেই নিয়েও তুমুল বিতর্ক হয়েছিল। সেই বিতর্কের আবহে রবীন্দ্র মূর্তির নীচে থাকা ফলক উপড়ে ফেলা হয়েছিল। এতদিন ফলকহীন অবস্থাতেই ছিল সেই রবীন্দ্র মূর্তি। দু’বছরেরও বেশি সময় পেরিয়ে আজ ২২ শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবসে ফের ফলক বসানো হল মূর্তির পাদদেশে।
আগের ফলকে মেয়র, বিধায়ক, সাংসদদের নাম ছিল। তবে এবার আর সেসব বিতর্কের অবকাশ রাখা হয়নি। নতুন ফলকে খোদাই করে লেখা রয়েছে, ‘কবিগুরু লহ প্রণাম’। সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ ও প্রয়াণ দিবস লেখা রয়েছে। বিতর্ক এড়াতেই কি এবার আর কারও নাম রাখা হল না নতুন ফলকে? এমন প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে একপ্রকার অবহেলায় পড়ে ছিল রবীন্দ্র মূর্তিটি। ফলকহীন তো ছিলই, তার উপর রক্ষণাবেক্ষণ সময়মতো না হওয়ায় ময়লা জমছিল মূর্তির আশপাশের জায়গায়। শেষ পর্যন্ত কবিগুরুর প্রয়াণ দিবসে নতুনভাবে সাজিয়ে তোলা হল কলকাতা পুরনিগমের ৫৩ নম্বর ওয়ার্ডে তারাতলার এই আবক্ষ রবীন্দ্র মূর্তিটি।
এই বিষয়ে এলাকার কাউন্সিলর ইন্দ্রানী বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, দীর্ঘদিন মূর্তিটি ফলকহীন অবস্থায় পড়ে ছিল। তাই সকলে মিলে আগেই স্থির করা হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে নতুন ফলক লাগানো হবে। সেই মতো আজ সকালে আগে মূর্তির নীচে নতুন ফলক লাগিয়ে, তারপর শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।