কলকাতা: প্রত্যেক সন্ধ্যায় বেশ কয়েকজন তরুণী, অপরিচিত পুরুষ বাড়িতে আসতেন। ঝা চকচকে বাড়ির চার তলার ঘরে চলে যেতেন তাঁরা। অনেকটা রাতে বেরোতেন। দিনেও মাঝেমধ্যে আসতেন। প্রতিবেশীরা সন্দেহ করতেন আদৌ ওই বাড়ির বাসিন্দা দম্পতি কী করেন। একাধিকবার তাঁদেরকে প্রশ্ন করেছিলেন তাঁরা। বিষয়টি কখনও এড়িয়ে যেতেন। কখনও আবার বলতেন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব। কিন্তু সেই উত্তর সন্তোষজনক বলে মনে হয়নি প্রতিবেশীদের কাছে। খবর যায় থানায়। তারপরই পর্দাফাঁস হয়। বাড়ির চার তলা ভাড়া করে দেহ ব্যবসার আসর বসানোর অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত স্বামী স্ত্রী-কে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছেন ছ’জন তরুণী, তার মধ্যে দুই জন নাবালিকা।আজ ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হবে। ঘটনা নিউটাউনের সিই ব্লকের ১৮৮নাম্বার বাড়ি।
পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি বেশ কিছুদিন ধরে নিউটউনের সিই ব্লকের ১৮৮নাম্বার বাড়িতে ভাড়া নিয়েছিলেন। ওই বাড়িতে প্রায় রোজই নতুন নতুন অপরিচিত তরুণ-তরুণী আসতেন। সেখানে বেশ কয়েকজন লোকের সন্দেহ হয় বিষয়টিতে। তাঁদের দেওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ ও নিউটাউন থানা যৌথ ভাবে তল্লাশি চালায় ওই বাড়িতে। রাত বাড়তেই বেরিয়ে পড়ে আসল রহস্য। সেখান থেকে ছয় জন তরুণীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজন নাবালিকাও ছিল বলে খবর। গ্রেফতার করা হয়েছে স্বামী স্ত্রীকেও। জানা গিয়েছে, ওই দম্পতি ক্যানিংয়ের বাসিন্দা।
এক মাস হয়েছে এই বাড়ির চার তলা ভাড়া নিয়ে দেহ ব্যবসার আসর বসিয়েছিলেন তাঁরা। এর পিছনে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ। বুধবার ধৃতদের বারাসাত আদালতে পেশা করা হবে।