বীরভূমে ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার (ফাইল ছবি)
কলকাতা: বীরভূম থেকে ৮১ হাজার ডিটনেটর উদ্ধারের ঘটনায় বুধবার চার্জশিট জমা দিতে চলেছে এনআইএ। ২০২২ সালের ৩০ জুন বীরভূমের পিক আপ ভ্যান থেকে ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার হয়। রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা বাংলায়। ২৯ সেপ্টেম্বর এই মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। পরে আরও দুজনকে গ্রেফতার করা হয়।
KEY HIGHLIGHTS
- বীরভূম থেকে ৮১ হাজার ডিটনেটর উদ্ধারের ঘটনায় বুধবার চার্জশিট জমা দিতে চলেছে এনআইএ।
- কলকাতায় বিশেষ এনআইএ আদালতে চার্জশিট জমা দেবে।
- চার্জশিটে ৪ অভিযুক্তের নাম থাকতে পারে বলে সূত্রের খবর। ৯০ দিনের মধ্যেই চার্জশিট পেশ করা হচ্ছে।
- ২০২২-এর ৩০ জুন মহম্মদবাজারে পিক আপ ভ্যান থেকে উদ্ধার হয় ৮১ হাজার ডিটোনেটর। বীরভূম জেলা পুলিশের সাহায্যে অভিযান চালিয়ে রানিগঞ্জের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। পরে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়।
- এই তদন্তে নেমে জাল নোটেরও হদিশ পেয়েছিল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। কোথায় ওই বিস্ফোরক পাচারের ছক ছিল? কী পরিকল্পনা ছিল? তা জানার জন্য মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়।
- এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ২৯ সেপ্টেম্বর এসটিএফ-এর হাত থেকে তদন্তভার হাতে নেয় এনআইএ।
- মালদার ব্যবসায়ী ও ধুলিয়ান থেকে পরে ২ জনকে গ্রেফতার করে এনআইএ। এই বিপুল পরিমাণ বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তারই তদন্ত শুরু হয়। সেই মামলারই বুধবার চার্জশিট জমা।