Nisith Pramanik: নিশীথ মামলায় রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ CBI-এর, মামলা দায়েরের অনুমতি

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 04, 2023 | 1:39 PM

Nisith Pramanik: ২৫ ফেব্রুয়ারি দিনহাটায় নিশীথ প্রামাণিক গাড়িতে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তভার সিবিআই-কে দেয় আদালত। নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দেয় আদালত।

Nisith Pramanik: নিশীথ মামলায় রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ CBI-এর, মামলা দায়েরের অনুমতি
কলকাতা হাইকোর্টে নিশীথ প্রামাণিক মামলা

Follow Us

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার মামলায় এবার
রাজ্য পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হল সিবিআই। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছেন সিবিআই-এর আইনজীবী। ২৫ ফেব্রুয়ারি দিনহাটায় নিশীথ প্রামাণিক গাড়িতে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তভার সিবিআই-কে দেয় আদালত। নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দেয় আদালত। কিন্তু সিবিআই-এর অভিযোগ, এখনও সেই নথি হস্তান্তর করেনি রাজ্য পুলিশ। ফলে তদন্তে অসুবিধা হচ্ছে। আদালত সিবিআই-কে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।

এর আগে নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করে আদালত। মার্চ মাসের ৩১ তারিখেও হাইকোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে সিবিআইয়ের অভিযোগ করেছিল, নিশীথ প্রামাণিকের মামলায় সিবিআইয়ের সঙ্গে কোনও সহযোগিতা করছে না রাজ্য পুলিশ। এদিন আরও একবার এই বিষয়টি উল্লেখ করা হয়।

সিবিআই-এর অভিযোগ, মামলার সমস্ত নথি হস্তান্তর করা হচ্ছে না। সব ক্ষেত্রে এই অসহযোগিতা কাম্য নয়। গত শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব স্পষ্ট করে দিয়েছিলেন, যেহেতু এখনও পর্যন্ত কোনও স্থগিতাদেশ নেই, তাই এই আদালত চায়, তার নির্দেশকে মান্যতা দেওয়া হোক। কিন্তু তারপরও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ।

প্রসঙ্গত গত ২৫ ফেব্রুয়ারি কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির কাচ ভাঙার পাশাপাশি, গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের বিরুদ্ধেও বুড়িরহাট অঞ্চলে তৃণমূল পার্টি অফিসে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সেসময়ে পুলিশের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ তোলেন নিশীথ প্রামাণিক। তাঁর বক্তব্য, “গাড়ি লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে।” এরপর সিবিআই-এর নথি না দেওয়ার অভিযোগ। দুটি বিষয়ই রাজ্য পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

Next Article