কলকাতা: রাজ্যপালের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। অভিযোগ প্রমাণ করতে হবে। প্রমাণ না হলে অভিযোগকারিনী সমস্যায় পড়বেন। রাজ্যপালের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা যায় না। টিভি-৯ বাংলাকে একান্ত সাক্ষাৎকারে বললেন ত্রিপুরা, মেঘলয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। স্পষ্ট বলছেন, “রাজ্যপাল ও রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা যায় না। এমনকী দেওয়ানি মামলা করতে হলেও অনেক কাঠখড় পোড়াতে হয়। এই মহিলা একটা অভিযোগ করছেন। সেটা সিভি আনন্দ বোস অস্বীকার করছেন।”
তথাগতর দাবি, “এবার এই মহিলার উপর দায়িত্ব বর্তায় সেটা প্রমাণ করার। আমি সুরারিশ করেছি এই মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২১১ সেকশন অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হোক। তিনি নিজের ইজ্জত খুইয়েছেন বলে কোনও মহিলার পক্ষে বলা কঠিন। কিন্তু টাকায় অনেক কিছু পার হয়ে যায়। এই মহিলা কোন সাপের গর্তে হাত দিয়েছেন উনি বুঝতে পারছেন না।”
এদিকে সুর চড়িয়েই চলেছে তৃণমূল। আরও কয়েকজন মহিলা অভিযোগ করছেন, বিস্ফোরক দাবি রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার। রাজ্যপালকে নিশানা করে তিনি বলছেন, “রাজ্যপালের অফিস থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। রাজ্যপাল তো গিয়েছিলেন সন্দেশখালি। সন্দেশখালি গিয়ে নারী সম্মান নিয়ে অনেক কথা বলেছেন। কিন্তু, সন্দেশখালির মহিলারা কী জানেন একই অভিযোগ আপনার দিকে রয়েছে। আরও কয়েকজন মহিলা অভিযোগ করছেন।”