Local Train: পুজোর প্ল্যানের আগে খেয়াল রাখুন, রাতে থাকছে না বাড়তি ট্রেন

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 05, 2021 | 4:55 PM

Durga Puja 2021: পুজোয় রাতে কোনও বাড়তি ট্রেন চালানোর পরিকল্পনা নেই বলে আজ জানিয়ে দিল পূর্ব রেল। পূর্ব রেল আধিকারিকদের বক্তব্য, রাজ্য সরকার বাড়তি ট্রেন চালানোর বিষয়ে কোনও নির্দেশ কিংবা আলোচনা করেনি।

Local Train: পুজোর প্ল্যানের আগে খেয়াল রাখুন, রাতে থাকছে না বাড়তি ট্রেন
সন্ধে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: দুর্গাপুজো মানেই বাঙালির কাছে রাতভর ঘুরে ঘুরে ঠাকুর দেখা। এবার পুজো প্যান্ডেলে প্রবেশ নিষেধ। তবে খাওয়া দাওয়া তো চলতেই পারে। শহর জুড়ে নিয়নের জলসার মধ্য়েই রাত জাগবে তিলোত্তমা। ভিড় জমবে রেস্তরাঁগুলিতে। কিন্তু পুজোর প্ল্যান করার আগে রাতে বাড়ির ফেরার কথা কিন্তু আগেভাগে মাথায় রাখতে হবে। কারণ, এবার পুজোয় রাতে কোনও বাড়তি ট্রেন চলবে না। আজ এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।

প্রতি বছর দুর্গা পুজোয় (Durga Puja) কলকাতার আশেপাশের শহরতলি এবং মফস্বলের দর্শনার্থীদের কথা মাথায় রেখে বাড়তি ট্রেন (Suburban Train) চালাত পূর্ব রেল (Eastern Railways)। কিন্তু এ বছর তেমন কিছু ব্যবস্থা থাকছে না। পুজোয় রাতে কোনও বাড়তি ট্রেন চালানোর পরিকল্পনা নেই বলে আজ জানিয়ে দিল পূর্ব রেল। পূর্ব রেল আধিকারিকদের বক্তব্য, রাজ্য সরকার বাড়তি ট্রেন চালানোর বিষয়ে কোনও নির্দেশ কিংবা আলোচনা করেনি।

বর্তমান সময়ে যেভাবে ট্রেন চলছে, পুজোর সময়েও সেই ভাবেই লোকাল ট্রেন চালানো হবে। যদিও কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতিমধ্য়েই রাতে অতিরিক্ত ১ ঘণ্টা মেট্রো পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

যাত্রী স্বচ্ছন্দ্যের কথা মাথায় রেখে কলকাতা মেট্রো ৪ অক্টোবর (সোমবার) থেকে কর্মব্যস্ত পাঁচদিন (সোমবার থেকে শুক্রবার) আরও ১০টি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চলবে ৮৩টি আপ এবং ৮৪টি ডাউন ট্রেন। দিনের ব্যস্ততম সময়ে পাঁচ মিনিট অন্তর মেট্রো চলবে সোমবার থেকে।

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশি জানান, বর্তমানে রাত সাড়ে ন’টায় দুই প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়লেও পুজোর সময় সেই সময়সীমা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজন মতো মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ বছর পুজোয় সারারাত মেট্রো চালানোর কোনও পরিকল্পনা এখনও নেই বলেই তিনি জানান। মনোজ জোশির কথায়, “রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা আসবে সেই মতো আমরা কাজ করব।”

দুর্গাপুজোয় যাত্রীর চাপের কথা মাথায় রেখে অতিরিক্ত ৬ লক্ষ স্মার্ট কার্ড রাখা হচ্ছে। মনোজ জোশি জানান, এমন অনেক যাত্রী আসবেন, যাঁরা নিয়মিত মেট্রোয় যাতায়াত করেন না। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত প্রায় ছ’ লক্ষ স্মার্ট কার্ড রাখা হবে। যে সমস্ত যাত্রী শুধুমাত্র পুজোর সময় স্মার্ট কার্ডের মাধ্যমে যাতায়াত করবেন, তাঁরা প্রয়োজন হলে পুজোর শেষে স্মার্ট কার্ড ফেরত দিয়ে রিফান্ড নিতে পারবেন। আগামী সপ্তাহে, সম্ভবত সোমবারই এই সমস্ত বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনায় বৈঠকে বসছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : Kolkata Metro: পুজোতে সারারাত মিলবে পরিষেবা? মেট্রোয় যাত্রী আনাগোনা বাড়তেই বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Next Article